Corona Virus: এবার গোয়াতে করোনায় আক্রান্ত তিন

করোনার করাল থাবা এবার গোয়ায়। যদিও গোয়া সংলগ্ন মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত দেশের সর্বাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে সেই সংক্রমণ ঠেকিয়ে রেখেছিল ছোট্ট এই রাজ্য। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার গোয়ায় একসঙ্গে তিন জনের শরীরে মিলল কোভিড-১৯ এর অস্তিত্ব। জানা গিয়েছে, যে তিনজন আক্রান্ত হওয়ার খবর মিলেছে, তাঁরা সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। একজন স্পেন, অন্যজন অস্ট্রেলিয়া এবং আরও একজন আমেরিকা থেকে দেশে ফেরেন। তাঁদের তিনজনের বয়স যথাক্রমে ২৫, ২৯ এবং ৫৫ বছর।
বৃহস্পতিবার টুইট করে করোনা আক্রান্তদের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।টুইট-এ মুখ্যমন্ত্রী আরোও জানিয়েছেন, তাঁদের যথাসম্ভব উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে সুস্থ করে তোলার জন্য। বর্তমানে তাঁরা পানাজির গোয়া মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেছেন, ‘WHO এর নির্দেশিকা মেনেই আক্রান্তদের চিকিৎসা চলছে। আপাতত তিনজনের অবস্থা স্থিতিশীল। তবে ওই ব্যক্তিদের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরকেও খুঁজে বের করে আইসোলেশনে রাখা হবে।’
I have been informed by the state DHS (Director Health Services) that 3 individuals have been tested positive for #COVID19 in Goa. We are providing the best healthcare facility to the diagnosed patients.
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) March 25, 2020