মাসের শুরুতেই মধ্যবিত্তদের জন্য সুখবর! ৮৫ টাকা কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম, আপনার শহরে কত দাঁড়াল দাম? জেনে নিন

মাসের শুরুতেই বড় সুখবর মিলল। অনেকটা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। সিলিন্ডার প্রতি ৮৫ টাকা দাম কমেছে বলে জানা গিয়েছে। আর এর জেরে মাসের শুরুতেই বড় স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্তরা। গ্যাসের দাম এতটা কমার ফলে মুখে হাসি আমজনতার।
তবে রান্নার গ্যাসের দাম কমলেও, তা কেবল মাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য কমেছে। গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের জন্য নয়। কলকাতা-সহ চার মহানগরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হত ১৯৬০.৫০ টাকা। এবার দাম ৮৫ টাকা কমার ফলে প্রতি গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৫.৫০ টাকা।
অন্যদিকে, দিল্লিতে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৫৬.৫০ টাকা। তবে দাম কমার ফলে নতুন ১৯ কেজির সিলিন্ডার কিনতে হবে ১৭৭৩ টাকাতে। আবার মুম্বইতে যে গ্যাস সিলিন্ডার আগে ১৮০৮.৫০ টাকায় কিনতে হত, তা ১লা জুন থেকে কিনতে খরচ পড়বে ১৭২৫ টাকা। চেন্নাইতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০২১.৫০ টাকা থেকে কমে দাঁড়াল ১৯৩৭ টাকায়।
তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে গৃহস্থের লোকজন খুব একটা খুশি হতে পারবেন না। এই দাম কমার জেরে ব্যবসায়ী মহলে স্বস্তির নিঃশ্বাস পড়বে। কিন্তু গৃহস্থালির গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪ কেজির গ্যাস সিলিন্ডার কিন্তু সেই আগের দামেই কিনতে হবে। কলকাতায় সেই আগের দাম অর্থাৎ ১১২৯ টাকা দিয়েই কিনতে হবে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার।
জানা যাচ্ছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার সঙ্গে সঙ্গে জেট ফুয়েলেরও দাম কমিয়েছে তেল সংস্থাগুলি। প্রায় ৬,৬০০ টাকা দাম কমেছে। এর ফলে বিমানের টিকিটের ভাড়া কমতে পারে। ১লা জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে।
দিল্লিতে ATF-এর দাম আগে ছিল ৯৫৯৩৫.৩৪ টাকা। সেই দাম কমে হয়েছে ৮৯,৩০৩.০৯ টাকা। কলকাতায় প্রতি কিলোলিটারে এটিএফ-এর দাম ছিল ৯৫,৯৬৩.৯৫ টাকা, তা কমে হয়েছে ৯৩,০৪১.৩৩ টাকা।