দেশ

পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য জারি নয়া নির্দেশিকা, না মানলে দেখা মিলবে প্রভু জগন্নাথের

মন্দিরের পবিত্রতা যাতে বজায় থাকে তা খেয়াল রাখার দায়িত্ব সকলের। পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য এবার তাই জারি হল নতুন নিয়ম। এই নতুন বিধি না মানলে প্রবেশ মিলবে না পুরীর জগন্নাথ মন্দিরে। এই নিয়ম মেনে চলতে হবে ভক্ত থেকে শুরু করে সেবায়তদেরও।

কী নির্দেশিকা জারি হল?

পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এবার থেকে আর পান বা গুটকা খেয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দির চত্বরেও এসব খাওয়া যাবে না। এছাড়াও প্লাস্টিক ব্যাগ ও ফুল নিয়ে মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

কেন এমন বিধি?

পুরীর জগন্নাথদেবকে দফায় দফায় পান সেজে দেওয়ার রীতি রয়েছে। সেবায়তদের অনেকেই দেখা যায় সারাক্ষণ তারা পান বা গুটকা চিবোচ্ছেন। এভাবে বিগ্রহের সামনে পান বা গুটকা চিবানো ঠিক নয় বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির প্রশাসনের আধিকারিকের কথায়, বিগ্রহের সামনে পান বা গুটকা খাওয়া হলে মন্দিরের পবিত্রতা নষ্ট হয়। তাছাড়া মন্দির চত্বর নোংরা হতে পারে এর ফলে।

সেই কারণেই এবার ভক্ত ও সেবায়তদের জগন্নাথ মন্দিরে পান বা গুটকা খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করল মন্দির কর্তৃপক্ষ। এই বিষয়ে জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস বলেন, “মন্দির চত্বরে কেউ পান বা গুটখা খাবেন না। এটা আমার আদেশ মনে করা উচিত নয়, ঈশ্বরের আদেশ হিসাবে স্বীকার করা উচিত”। এই নতুন নিয়ম কার্যকর হবে ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে।

 এর আগে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিয়ম ঠিকঠাক পালন হচ্ছে কী না, সেদিকে কড়া নজরদারি শুরু করেছিল মন্দির কর্তৃপক্ষ। এবার মন্দির চত্বরে প্লাস্টিক ব্যাগ বা ফুল নিয়ে প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিগ্রহকে ফুল নিবেদনের জন্য ফুল নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। কিছুদিন আগেই পুরীর মন্দিরে জারি হয়েছে পোশাক বিধিও। নতুন বছরে সেটিও কার্যকর হবে। এবার মন্দিরের পরিচ্ছন্নতা বজায় রাখতে জারি হল নতুন নির্দেশিকা।

Back to top button
%d