বিশ্বকাপ ফাইনালের দিনই ‘ড্রাই ডে’ ঘোষণা এই রাজ্যে, নিয়ম ভাঙলেই কড়া শাস্তি, মাথায় হাত সুরাপ্রেমীদের

আগামী রবিবার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। দুরন্ত এই ম্যাচ নিয়ে ভারতবাসীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। টিভিতে বিশ্বকাপ ফাইনাল চলবে, তার সঙ্গে একটু রঙিন জলে গলা ভিজবে না, তা আবার হয় নাকি। কিন্তু সুরাপ্রেমীদের জন্য এবার এল দুঃসংবাদ। বিশ্বকাপ ফাইনালে হাতে উঠবে না রঙিন জলের গ্লাস।
এবার বাড়ল আরও এক ড্রাই ডে। আগামী রবিবার, ১৯ নভেম্বর অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের দিন বন্ধ থাকবে সমস্ত ম’দের দোকান। এই নির্দেশিকা যদি উপেক্ষা করা হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়ারও কথা জানাল সরকার। সরকারের এই নয়া নিয়মে রীতিমতো মাথায় হাত পড়েছে সুরাপ্রেমীদের।
কেন এই নিয়ম?
আগামী ১৯ নভেম্বর ছট পুজো উপলক্ষ্যেই এই ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। চারদিন ধরে ছট পুজো চললেও রবিবার রয়েছে মূল পুজো। এদিন ভক্তরা সকাল থেকে উপবাস করে বিকেলে জলাশয়ের ধারে সূর্যাস্তের সময় সূর্যপুজো করে তবেই জল খাবেন। গতকাল, শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে ছট পুজো। সোমবার সূর্যোদয়ের সময় সূর্যপুজো করে উদযাপন হবে ছট পুজোর নিয়ম। সেই কারণেই এই রবিবার দিনটিতে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণা করেছে শুধুমাত্র দিল্লির কেজরিওয়াল সরকার। অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের দিন শুধুমাত্র দিল্লিতেই বন্ধ থাকবে ম’দের দোকান। কলকাতা বা অন্য কোনও রাজ্যে নয়।
দিল্লিতে নানান উৎসবে ‘ড্রাই ডে’ রয়েছে বলে দাবী করেছিল কংগ্রেস। সেই কারণে ছট পুজোর দিনও ড্রাই ডে ঘোষণা করার দাবী তুলে প্রথম সরব হয়েছিল কংগ্রেস। ছট পুজোয় ‘ড্রাই ডে’ ঘোষণার দাবীতে উপ-রাজ্যপাল ভি. কে সাক্সেনার সঙ্গে সাক্ষাৎও করেছিল কংগ্রেস। অবশেষে ছট পুজোর দিন ‘ড্রাই ডে’ হিসাবে ঘোষণা করল দিল্লির কেজরীবাল সরকার।
ধন্যবাদ জানাল দিল্লি কংগ্রেস
ছট পুজোড় দিন ড্রাই ডে ঘোষণা করায় উপ-রাজ্যপাল ভি. কে সাক্সেনাকে ধন্যবাদ জানিয়েছে দিল্লির প্রদেশ কংগ্রেস। টুইট করে দিল্লি কংগ্রেস জানিয়েছে যে তাদের দাবীর কারণেই ছট পুজোর দিন ঘোষণা করা হয়েছে ড্রাই ডে।
दिल्ली प्रदेश कांग्रेस कमेटी द्वारा छठ पूजा पर्व पर ड्राई डे घोषित करने की मांग को स्वीकार करने पर दिल्ली के @LtGovDelhi महोदय का हार्दिक धन्यवाद pic.twitter.com/4JRqdLlQAX
— Delhi Congress (@INCDelhi) November 17, 2023
দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি ‘ড্রাই ডে’ দিল্লিতে। এক বছরে অন্তত ২১টি ‘ড্রাই ডে’ ঘোষিত হয়েছে দিল্লিতে।