দেশ

বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা আরবিআইয়ের গভর্নরের

রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া ফের একবার রেপো রেট বাড়াল। আজ, বুধবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানান যে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হচ্ছে। এই নিয়ে টানা ছ’বার রেপো রেট বাড়াল আরবিআই। আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। কমিটির ৬জন সদস্যের মধ্যে ৪ জন সদস্য এই রেপো রেট বৃদ্ধির পক্ষে মত দেন আর এরপরই ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি হয় রেপো রেট।

গত বছরের ডিসেম্বরে মনিটরি পলিসি কমিটির বৈঠকে ০.৩৫ শতাংশ রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর ফের ফেব্রুয়ারিতে বৈঠক হল মনিটরি পলিসি কমিটির। তবে রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই থাকছে।

গভর্নর শক্তিকান্ত দাস এদিন বলেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি আর্থিক বছর তথা ২০২২-২৩ সালে ৬.৫ শতাংশ মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে। তবে আগামী অর্থবর্ষে যদি বর্ষা ঠিকমতো হয় তাহলে মুদ্রাস্ফীতির হার ৫.৩ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাকে বলা হয় রেপো রেট। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। সাধারণত, রেপো রেট বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে ঋণ শোধের প্রক্রিয়ায়।

আর এই কারণেই রেপো রেট যদি বাড়ে, তাহলে বাড়ি কিংবা গাড়ি কেনার ইএমআই বাড়তে পারে। যদিও বাড়তি ইএমআইয়ের বোঝা মানুষের ঘাড়ে কতটা চাপতে পারে, তা আরবিআইয়ের অর্থনৈতিক বিশেষজ্ঞরাই স্থির করেন।

তবে আরবিআইয়ের এই সিদ্ধান্তের পর মনে করা হচ্ছে যে ব্যাঙ্কে স্থায়ী আমানতে সুদের হার বাড়তে পারে। আবার বিশেষজ্ঞরা এও মনে করছেন এরপর হয়ত সেভিংস অ্যাকাউন্টেও কোনও কোনও বাণিজ্যিক ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে।

Back to top button
%d bloggers like this: