দেশ

‘তোমার বউ পালিয়ে গেছে, বউ চলে যাওয়ার পর তার কেটে গেছে তোমার’, লোকসভায় দাঁড়িয়ে সৌমিত্রকে ব্যক্তিগত আক্রমণ সৌগতর

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) ও তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের (Sujata Mandal) বৈবাহিক সম্পর্কে ফাটল নিয়ে এখন চর্চা তুঙ্গে। বিবাহবিচ্ছেদ মামলা (divorce case) চলছে তাদের। কিছুদিন আগেই সুজাতা তাঁর স্বামীর উপর ক্ষোভ উগড়ে দিয়ে অভিযোগ করেছিলেন যে সৌমিত্র নাকি এক বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সৌমিত্র খাঁ এই নিয়ে কোনও মন্তব্য না করেন নি। শুধু বলেছিলেন, “জীবন থেমে থাকে না”। এবার তাদের এই ব্যক্তিগত সম্পর্ককে টেনেই লোকসভায় বিজেপি সাংসদকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

এদিন বাজেটের বিরোধিতা করে সরব হন তৃণমূল সাংসদকে। তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় সৌমিত্র খাঁ কিছু মন্তব্য করেন। এরপরেই সৌগত রায় বলেন, “তোমার বউ পালিয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। বউ চলে যাওয়ার পর ওর তার কেটে গেছে”।

এহেন ব্যক্তিগত আক্রমণের প্রেক্ষিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা  সৌগত রায়কে সতর্ক করেন। একজন বর্ষীয়ান সাংসদের মুখ থেকে এম মন্তব্য শোভা পায় না বলে জানান তিনি। অন্যদিকে, বিরোধী সংসদরা আবার প্রশ্ন রাখেন যে সৌগত রায়ের বক্তব্য পেশের মধ্যে অন্যরা কেন কথা বলছে। তবে ওম বিড়লা স্পষ্ট জানিয়ে দেন, অন্যরাও যদি এই ধরনের মন্তব্য করেন, সেক্ষেত্রে তাদেরও একই কথা বলবেন তিনি।

এদিন বাজেটের বিরুদ্ধে সুর চড়ান সৌগত রায়। তিনি বলেন, “এই বাজেটে কোনও ভিশন নেই, তা জনবিরোধী বাজেট…”। একইসঙ্গে, রাজ্যকে প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য শোনা যায় তাঁর কণ্ঠে।

বলে রাখি, সৌমিত্র ও সুজাতার দাম্পত্যে ফাটল ধরে ২০২১-এর শুরুর দিকে। বরাবর একই শিবিরের হয়ে লড়াই করে এসেছেন দু’জন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এরপরই সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা বলেন সৌমিত্র খাঁ। সেই সময় চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল তাঁকে।

পাল্টা সুজাতাকে বলতে শোনা গিয়েছিল যে রাজনীতির প্রভাব ব্যক্তিগত জীবনে কখনই পড়তে দেওয়া উচিত নয়। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর স্ত্রীকে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র। তবে এতে বিশেষ সাড়া দেননি সুজাতা। কারণ তিনি জানিয়েছিলেন যে তিনি স্বামীকে ভালবাসেন। তাঁর নামে শাঁখা-সিঁদুর পরেন, বিচ্ছেদের কথা ভাবছেনই না।

তবে পরবর্তীতে শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের জন্য সৌমিত্রকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন সুজাতা। তা মেনে নেন নি বিজেপি সাংসদ। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন বিজেপি সাংসদ। 

Back to top button
%d bloggers like this: