দেশ

ছোটো পোশাক পরে ঢোকা যাবে না মন্দিরে, এবার মন্দিরে ড্রেস কোড চালু করল কর্তৃপক্ষ

নারী-পুরুষ নির্বিশেষে কেউই মন্দির চত্বরে ছোটো পোশাক পরে ঢুকতে পারবেন না। প্রয়োজন পড়লে মন্দির কর্তৃপক্ষের দেওয়া কাপড় জড়িয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে এবার ড্রেস কোড চালু করল মন্দির কর্তৃপক্ষ।

উত্তরাখণ্ডের তিনটি মন্দির কর্তৃপক্ষ এমনই নির্দেশ জারি করেছে বলে জানা গিয়েছে। এই তিনটি মন্দিরই রাজ্যের জনপ্রিয় শিব মন্দির। এই মন্দিরগুলি হল, হরিদ্বারের প্রসিদ্ধ দ্রক্ষ মন্দির, হৃষিকেশের নীলকন্ঠ মন্দির এবং দেরাদুনের তপকেশ্বর মন্দির।

এই তিন মন্দিরই পরিচালনা করে মহানির্বাণ আখড়া। আখড়া পরিষদের মোহন্ত রবীন্দ্র পুরি জানিয়েছেন, এই তিন মন্দিরে পরিবেশ করতে হলে শরীরের অন্তত আশি ভাগ অংশ ঢাকা রাখতে হবে।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দির প্রাঙ্গণের শালীনতা ও পবিত্রতা রক্ষার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের অনেক মন্দিরেই আগে থেকেই এমন ড্রেস কোড চালু করা হয়েছে।

মাস দুয়েক আগে দিল্লির জামা মসজিদ কর্তৃপক্ষের তরফে সেখানে এই একই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল। তারা এও স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে মসজিদ চত্বরে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করে সেলফি তোলা যাবে না। কেউ চাইলে স্বাভাবিক ছবি তুলতে পারেন। মসজিদ চত্বরে গা ঘেষাঘেষি করে বসা যাবে না বলেও নির্দেশিকা জারি করা হয়।

জামা মসজিদ কর্তৃপক্ষ আগেই সেলফি তোলা নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে অনুমতি ছাড়া ভিডিও-ও তোলা যাবে না বলে জানিয়েছে তারা। কিছু মানুষ মসজিদ চত্বরকে স্রেফ বেড়ানোর জায়গা মনে করে নিয়েছে। এটা একটা পবিত্র স্থান। সেই কারণেই এমন নির্দেশিকা জারি করা হয়।

Back to top button
%d bloggers like this: