রাজ্যজুড়ে তাপপ্রবাহের চোখ রাঙানি, গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী, শহরে বজায় থাকবে অস্বস্তি, বৃষ্টির দেখা আপাতত মিলবে না

রাজ্যজুড়ে যে হারে গরম পড়েছে, তাতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। গোটা রাজ্যে চলছে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গের পাহাড়ি জেলা ছাড়া বাকি জেলাতেও গরম চূড়ান্ত। আগামী বুধবার পর্যন্ত এমন পরিস্থিতিই বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পশ্চিমের জেলাগুলির অবস্থা সবথেকে খারাপ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি দুটোই রয়েছে। এমনকী পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে লু বইতে পারে। অন্যদিকে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
আজ, শনিবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলি অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃষ্টি না হলে দার্জিলিং ও কালিম্পংয়েও অল্পবিস্তর গরম পড়তে পারে।
আগামী চারদিন কলকাতায় অস্বস্তিকর পরিস্থিতিই বজায় থাকবে। রবিবার-সোমবার হালকা বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না। ভ্যাপসা গরম বাড়বে। আজ, শনিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৮৭ শতাংশ।