দেশ

প্রায় ২৪ ঘণ্টা টানা জেরা-তল্লাশি, আর্থিক দুর্নীতিতে ইডি গ্রেফতার করতেই কেঁদে ভাসালেন বিদ্যুৎমন্ত্রী, চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হল হাসপাতালে

গতকাল, মঙ্গলবার দিনভর তল্লাশি-জেরা চলে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে। প্রায় ২৪ ঘণ্টা এমনটা চলার পর অবশেষে মন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি বাড়িতে হানা দেওয়ার পর থেকেই এক নাটক শুরু হয়ে মন্ত্রীর বাড়িতে। গ্রেফতার হওয়ার পর কেঁদে ভাসান মন্ত্রী। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁকে রীতিমতো চ্যাংদোলা করে তুলে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। রাজ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায়।

গতকাল, মঙ্গলবারই তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিনভর তল্লাশি চলে। সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন মন্ত্রী। তল্লাশির পর জেরা শুরু করা হয় সেন্থিল বালাজিকে। রাত দেড়টা নাগাদ জানা যায়, টাকার বদলে চাকরির দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করছে তদন্তকারী সংস্থা। এরপরই শুরু হয় এক নাটকীয় কাণ্ড।

ইডির গাড়িতে ওঠার সময়ই মন্ত্রী জানান তাঁর শরীর খারাপ করছে। এই সংক্রান্ত একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইডি-র গাড়ি থেকে নামার আগে গাড়িতে শুয়ে শুয়েই কাঁদছেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী। শেষমেশ উপায় না পেয়ে মন্ত্রীকে চ্যাংদোলা করে নামায় পুলিশ। বুকে ব্যাথার অভিযোগ করেন সেন্থিল। চেন্নাইয়ের একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে মন্ত্রীকে।

স্ট্যালিনের ঘনিষ্ঠ সেন্থিল রাজ্যের বিদ্যুৎ ও আবগারি দফতরের মন্ত্রী। তাঁর বিরুদ্ধে বেআইনি টাকা লেনদেন সংক্রান্ত কয়েকটি অভিযোগ রয়েছে। গত মে মাসে আয়কর বিভাগ হানা দিয়েছিল তাঁর বাড়িতে। এরপর গতকাল, মঙ্গলবার সেন্থিলের বাড়ি, তামিলনাড়ুর সচিবালয়-সহ একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি।

এই তল্লাশি অভিযান নিয়ে সেন্থিলের অভিযোগ, তাঁকে না জানিয়েই ইডির আধিকারিকরা তল্লাশি চালাতে এসেছেন। অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে দাবী করেছে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্রের বিজেপি সরকার সেন্থিলকে গ্রেফতার করিয়েছে। বিজেপির তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত।

Back to top button
%d bloggers like this: