পাশে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি নিয়ে ভাষণ তৃণমূলের কাকলির, সঙ্গে সঙ্গে নিজের ২ লাখি ব্যাগ লুকিয়ে নিলেন তৃণমূল নেত্রী মহুয়া, নেটপাড়ায় শোরগোল

তাঁর পাশে দাঁড়িয়েই মূল্যবৃদ্ধি নিয়ে ভাষণ দিচ্ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। এরই মধ্যে সঙ্গে সঙ্গে নিজের ২ লক্ষ টাকা দামের ব্যাগ টেবিলের নীচে লুকিয়ে নিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এমনই ছবি ও ভিডিও (video) ছড়িয়ে পড়ল নেটপাড়ায়। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। তবে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন নেটিজেনদের (netizens) একাংশ।
গতকাল, সোমবার সংসদে বাদল অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে তর্কে অংশ নেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একের পর এক আক্রমণ শানান তিনি। সেইসময় ঠিক তাঁর পাশেই বসেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কাকলির মূল্যবৃদ্ধি নিয়ে ভাষণের মাঝেই নিজের পাশে রাখা ব্যাগটি টেবিলের নীচে লুকিয়ে রাখতে দেখা যায় মহুয়াকে। তাঁর ঠিক পাশেই গা ঘেঁষে বসেছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
As the issue of "mehengai" is raised, somebody's Louis Vuitton bag quickly slides under the bench. pic.twitter.com/Rtra8qsBEt
— Ajit Datta (@ajitdatta) August 1, 2022
মহুয়া তড়িঘড়ি কেন নিজের ব্যাগ এভাবে লুকিয়ে নিলেন? এ নিয়ে নেট মাধ্যমে বেশ চুলচেরা বিশ্লেষণ হয়েছে বৈ কী! নেটিজেনদের একজন বলেন, “মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কের সময় ২০০,০০০ টাকার Louis Vuitton-র ব্যাগ লুকিয়ে দিচ্ছেন মহুয়া মৈত্র”। অন্য একজনের কথায়, “মূল্যবৃদ্ধির বিষয়টি যখন উত্থাপন করা হয়েছে, তখন কেউ একজন দ্রুত Louis Vuitton-র ব্যাগ বেঞ্চের নিচে ঢুকিয়ে দিলেন”।
Chain of events-
A debate on price rise was going on in the LS.
Mohua Moitra was sitting with her 2500$ (2 Lakh Rs) Louis Vuitton handbag by her side.
When she realised the irony she hid the bag under the table.This right here is TMC's hawai chappal brand of ending capitalism. pic.twitter.com/ULTYdm6iGr
— Prachi Chaturvedi (@PrachiBJP) August 1, 2022
গতকাল, সোমবার সংসদের বাদল অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, “মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার অনুমতি দেওয়ায় স্পিকারকে ধন্যবাদ জানাতে চাই। এই বিতর্কের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে”।
তবে কাকলি ঘোষ দস্তিদারের গোটা ভাষণের মধ্যে যাবতীয় নজর কেড়ে নেয় সেই বেগুন-কাণ্ড। নিজের ভাষণের শুরুর দিকেই বারাসতের তৃণমূল সাংসদ প্রশ্ন করেন, “সরকার কি চায় যে আমরা কাঁচা আনাজপাতি খাই”। এই বলেই তিনি নিজেই কাঁচা বেগুনে কামড় বসিয়ে দেন। বেগুনের একাংশ উঠেও আসে। এই ঘটনায় নিজেও কিছুটা হেসে ফেলেন কাকলি। তবে শেষপর্যন্ত কাঁচা বেগুন খাননি তিনি। বরং মূল্যবৃদ্ধি নিয়ে নিজের ভাষণ দিতে থাকেন তৃণমূল সাংসদ।