দেশ

হুরমুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ রেল ব্রিজ, মৃত্যু ১৭ জন শ্রমিকের, শোকপ্রকাশ মমতার, ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

কাজ চলার সময়েই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। হুরমুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ। আজ, বুধবার সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে মিজোরামে। এই ব্রিজ ভাঙার জেরে এখনও পর্যন্ত ১৭ জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও অনেক।

জানা গিয়েছে, মিজোরামের আইজলের কাছে সাইরাং-এ তৈরি হচ্ছিল ওই রেল ব্রিজ। সেখানেই এই ঘটনা ঘটে। কীভাবে ওই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। চলছে উদ্ধারকাজ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। টুইট করে ভাঙা ব্রিজের ছবি প্রকাশ করেছেন তিনি।

মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরের সাইরাং-এর পাহাড়ি এলাকায় রেলব্রিজের কাজ চলছিল। আজ, বুধবার সকাল ১০টা নাগাদ আচমক ভয়ংকর শব্দে ভেঙে পড়ে নির্মীয়মাণ ব্রিজটি।

প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে ব্রিজের উপরের অংশ। ধুলোর কুয়াশায় ঢেকে গিয়েছে জায়গাটি। মৃত্যু হয় ব্রিজ তৈরির কাজের সঙ্গে যুক্ত ১৭ জন শ্রমিক। ঘটনার সময় দুর্ঘটনাস্থলে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। অনেকেরই খোঁজ মিলছে না। ভাঙা ব্রিজের নিচে তারা আটকে আছেন বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মিজোরামের ঘটনায় ব্যথিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। উদ্ধার কাজ চলছে”। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Back to top button
%d bloggers like this: