ম’দ খাওয়ার প্রতিবাদ করার জের, ঘটল রক্তারক্তি কাণ্ড, অন্তঃসত্ত্বা স্ত্রীর ঠোঁটে কামড়ে দিয়ে পালাল স্বামী, শাশুড়িকেও কামড়ানোর চেষ্টা

স্ত্রী অন্তঃসত্ত্বা। তারপরও শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর উপর শারীরিক অত্যাচার করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ম’দ খেতে বারণ করায় স্ত্রীর ঠোঁটে কামড়ে দিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে পালাল স্বামী। হাসপাতালে ভর্তি ওই মহিলা। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায়।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাকিব খান। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ঢুড়ি ৭ নম্বর এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে যায় অভিযুক্ত রাকিব খান। সেখানে যাওয়ার পর থেকেই ম’দ খাওয়া নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে বিবাদ লেগেই থাকত তাঁর। মঙ্গলবারও সেরকমই ঝামেলা বাঁধে দু’জনের মধ্যে। অন্যান্যদিনের মতোই ম’দ খেয়ে বাড়ি ফেরে রাকিব। শুরু হয় স্ত্রীর সঙ্গে অশান্তি।
এই ঝগড়ার মধ্যেই মহিলার ঠোঁটে কামড় বসিয়ে দেয় অভিযুক্ত রাকিব। মেয়ের চিৎকারে তাঁর মা আজমীর খান ছুটে আসেন। অভিযোগ তাঁর ঠোঁটেও কামড়ানোর চেষ্টা করে জামাই রাকিব। কোনও রকমে জামাইয়ের কামড়ের হাত থেকে বাঁচেন শাশুড়ি।
অন্তঃসত্ত্বা মেয়ের উপর এই রকম নৃশংস ঘটনা মেনে নিতে পারেনি রাকিবের শ্বশুরবাড়ির লোকজন। চিৎকার করতে শুরু করেন তারা। সেই চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেই পালিয়ে যায় অভিযুক্ত রাকিব খান। স্ত্রী প্রিয়া খানকে রক্তাক্ত অবস্থায় রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কী জানান ওই মহিলা?
এই ঘটনায় প্রিয়া খান বলেন, “ম’দ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। সেই সময় হঠাৎ করেই বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। তারপর ঠোঁটে কামড় বসায়”।