দেশ

হিন্দু দেবদেবীর ছবি দেওয়া কাগজে মুড়িয়ে মাংস বিক্রি যোগী রাজ্যে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, মাংস বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ

হিন্দু দেবদেবীর অপমান যোগী রাজ্যে। সেই অভিযোগে এবার এক মাংস বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, হিন্দু দেবদেবীর ছবি দেওয়া কাগজে মুড়িয়েই মাংস বিক্রি করছিলেন এক মাংস বিক্রেতা। স্থানীয়রা থানায় অভিযোগ জানান যে এই কাজে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই মাংস বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ।

এই ঘটনাটি ঘটেছে গত রবিবার উত্তরপ্রদেশের সম্বল এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ঘটনা। জানা গিয়েছে, পুলিশ ও মাংস বিক্রেতাকে গ্রেফতার করতে গেলে ছুরি নিয়ে পুলিশের উপর চড়াও হয় ওই মাংস বিক্রেতা। পুলিশ কর্মীদের খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

সূত্রের খবর, ওই মাংস বিক্রেতার নাম তালিব হুসেন। জানা গিয়েছে, হিন্দু দেবদেবীর ছবি দেওয়া কাগজে মুড়িয়ে মাংস বিক্রি করছিলেন ওই মাংস বিক্রেতা। এই নিয়ে আপত্তি জানান স্থানীয়দের একাংশ। কিন্তু সেই কথায় একেবারেই আমল দেন নি তালিব হুসেন।

এই কারণে থানায় অভিযোগ জানান স্থানীয়রা। অভিযোগ করা হয় যে তালিবের এই কীর্তি তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। এই অভিযোগ পেয়ে তালিবের দোকানে উপস্থিত হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেই সময় তালিব ছুরি দিয়ে পুলিশের উপরেই চড়াও হয়। এরপর গ্রেফতার করা হয় ওই মাংস বিক্রেতাকে।

জানা গিয়েছে, অভিযুক্ত মাংস বিক্রেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (ক) ধারায় দুই ভিন্ন ধর্মালম্বী গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ তৈরি, ২৯৫(ক) ধারায় ভিন্ন ধর্মালম্বীদের অপমান এবং খুনের চেষ্টার ৩০৭ ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে আবার বিরোধীদের অভিযোগ, ধর্মীয় ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী সরকার সংখ্যালঘুদের কোণঠাসা করার চেষ্টা করছে।

Back to top button
%d bloggers like this: