এমনও ঘটে! পোষ্য হারিয়ে গিয়েছে পুলিশ কমিশনারের, দেড় দিনে এলাকা তছনছ করে ফেলল পুলিশ, ৫০০ বাড়িতে তল্লাশি

ইকো হারিয়ে গিয়েছে, কোথাও খোঁজ মিলছে না। এই খবর পাওয়া মাত্রই এলাকা একেবারে তোলপাড় করে ফেলল পুলিশ। রাস্তাঘাট, নির্জন এলাকা, ঝোপঝাড় সব জায়গায় খোঁজ চলল। ৫০০ বাড়িতে চলল তল্লাশি। কিন্তু কে এই ইকো? কোনও চোর ডাকাত? তাকে এত খোঁজাখুঁজি কেন?
না, ইকো কোনও চোর-ডাকাত নয়। সে একটি জার্মান শেফার্ড সারমেয়। কিন্তু তাকে যে সে কুকুর বলা যাবে না। কারণ খোদ পুলিশ কমিশনার সেলভা কুমারী জে’র পোষ্য সেটি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশ কমিশনারের সেই পোষ্যকে খুঁজতে নাভিশ্বাস উঠছে মিরাট পুলিশের। জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ বেপাত্তা হয়ে যায় ইকো। বাড়ির লোকজন, কমিশনারের নিরাপত্তায় মোতায়েন রক্ষীরা তন্ন তন্ন করে খুঁজেও হদিশ পাননি সেই জার্মান শেফার্ডের।
এরপরই ইকোর ছবি নিয়ে তার খোঁজে বেরিয়ে পড়ে পুলিশ। শহরজুড়ে চালানো হয় অভিযান। রাস্তাঘাট, নির্জন এলাকা, ঝোপঝাড় সব জায়গায় খোঁজ পড়ে ইকোর। যাকে বলে হুলস্থূল কাণ্ড। পুরসভার নথি থেকে জানা যায়, মিরাটে মোট ১৯টি জার্মান শেফার্ড রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এরপরই দেড় দিনে মিরাটের অন্তত ৫০০ বাড়িতে অভিযান চালান পুলিশকর্মীরা। যদি ইকোকে সেখানে আটকে রাখা হয়। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।