প্রযুক্তি

বড় সুখবর! দ্রুতই কলকাতায় চালু হচ্ছে 5G পরিষেবা, ঘোষণা করল মোদী সরকার

আগামী মাসের ২৬ তারিখ 5G-এর নিলাম প্রক্রিয়া শুরু হবে বলে জানাল Department of Telecom। এর আগে এই নিলাম সংক্রান্ত নানান কনফারেন্স হবে বলে জানা গিয়েছে। এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নানান টেলিকম সংস্থাগুলিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হবে। এরপর কেন্দ্রীয় সরকার টেলিকম সংস্থাগুলিকে অনুমতি দিলেই চালু হয়ে যাবে 5G পরিষেবা।

Department of Telecom-এর তরফে এই নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে আগেই। কোন কোন শহরে সর্বপ্রথম 5G পরিষেবা চালু করা হবে, তা ছিল সেই তালিকায়। ওই তালিকায় কলকাতার নামও রয়েছে। এছাড়াও আরও যে ১২টি শহরের নাম রয়েছে এই তালিকায়, সেগুলি হল আমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধিনগর, গুরগাঁও, হায়দরাবাদ, জামনগর, লখনউ, মুম্বই এবং পুনে।

তবে কোন টেলিকম সংস্থা কোন শহরে 5G পরিষেবা চালু করতে চলেছে, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, কলকাতাতে এয়ারটেল প্রথম 5G পরিষেবা চালু করতে পারে। কিছু মাস আগেই কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এয়ারটেলের তরফে 5G পরিষেবার ট্রায়াল দেওয়া হয়। আর তাতে সফলও হয়েছে সংস্থা। অন্যদিকে, মুম্বইয়ে রিলায়েন্স জিও 5G পরিষেবার ট্রায়াল করেছিল।

Department of Telecom-এর তরফে মোট আটটি প্রতিষ্ঠানের সঙ্গে এই  নিয়ে চুক্তি করা হয়েছে বলে খবর। ২০১৮ সাল থেকে যেসমস্ত প্রতিষ্ঠান 5G টেস্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল সেই সংস্থাগুলি হল IIT Bombay, IIT Delhi, IIT Hyderabad, IIT Madras, IIT Kanpur, IISC Bangalore, SAMEER এবং Centre of Excellence in Wireless Technology।

উক্ত এই সংস্থা জানিয়েছে যে ২০ বছরের জন্য স্পেকট্রাম বণ্টন করা হেব আর এর জন্য টেলিকম সংস্থাগুলিকে টাকা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে কে লো ব্যান্ডের মধ্যে 600, 700, 800, 900, 1800, 2100 এবং 2300MHz এর স্পেকট্রাম বণ্টন করা হবে। আর মিড রেঞ্জের মধ্যে 3300 MHz এবং হাই ফ্রিকোয়েন্সির মধ্যে 26 GHz এর স্পেকট্রাম বণ্টন করা হবে।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: