প্রযুক্তি

১৫,০০০ টাকার ফোন এবার পাবেন মাত্র ৫৯৯ টাকায়, দারুণ ছাড় Samsung Galaxy M13 ফোনে, এখনই কিনে ফেলুন

বর্তমান যুগে স্মার্টফোন কেনার চাহিদা বাড়ছে। স্মার্টফোন এখন যেন আমাদের জীবনের এক প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে। তবে স্মার্টফোন কেনার আগে আমরা বাজেটের কথাও মাথায় রাখি। কম বাজেটে ভালো ফোন কে না চায়! এবার একেবারে সকলের বাজেটের মধ্যে ফোন আনল Samsung। এই সংস্থার Samsung Galaxy M13 স্মার্টফোনটি এবার কিনতে গেলে খরচ করতে হবে মাত্র ৫৯৯ টাকা। কীভাবে এমন অফার পাবেন? জানতে হলে পুরোটা পড়ুন।

Samsung Galaxy M13 ফোনের ফিচার্স

  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে।
  • Samsung Galaxy M13 ফোনে রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যা পরবর্তীতে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
  • ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরার সেটআপ ৫০ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল।
  • মোট ছয়টি কালার ভ্যারিয়েন্টে মিলবে এই ফোনে। সেগুলি হল অ্যাকোয়া গ্রিন, ব্রাউন, ডার্ক ব্লু, লাইট গ্রিন, মিডনাইট ব্লু ও স্টারডাস্ট ব্রাউন।

কীভাবে Samsung Galaxy M13 ফোনে মিলবে বিপুল ছাড়?

  • Samsung Galaxy M13 প্রাথমিকভাবে ২৭ শতাংশ ছাড় দিচ্ছে Amazon। এই ছাড়ের ফলে অনেকটাই দাম কমে যাচ্ছে এই ফোনের। এই ছাড়ের পর এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা থেকে কমে হয়ে যাচ্ছে ১০,৯৯৯ টাকা।
  • এই ফোনের উপর থাকছে এক্সচেঞ্জ অফার। নিজের পুরনো ফোন বদলে গ্রাহক যদি Galaxy M13 ফোন কিনতে চান, তাহলে সরাসরি ১০,৪০০ টাকার অতিরিক্ত ছাড় মিলবে এই ফোনের উপর। তবে এই এক্সচেঞ্জ অফারটি তখনই পাওয়া যাবে, যখন ফোনের পরিস্থিতি খুব ভালো থাকবে।
  • যে ফোনটা গ্রাহক বদল করছেন, তার ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা সবকিছুই ভালো অবস্থায় থাকতে হতে হবে। এই এক্সচেঞ্জ অফারের ফলে Samsung Galaxy M13 ফোনের দাম কমে দাঁড়াবে মাত্র ৫৯৯ টাকায়।

এছাড়াও Samsung Galaxy M13 ফোনের উপর একাধিক ব্যাঙ্কের অফারও রয়েছে

  • যদি কেউ Yes Bank ক্রেডিট কার্ড ব্যবহার করেন ও সেটির মাধ্যমে যদি EMI ট্রানজ়াকশন করেন, তাহলে ১৫০০ টাকার অতিরিক্ত ছাড় মিলবে Samsung Galaxy M13 ফোনের উপর।
  • যদি গ্রাহকের কাছে HSBC Credit Card থাকে, তাহলে EMI ট্রানজ়াকশনে এই ফোনে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
  • যদি কারোর কাছে HSBC ক্যাশব্যাক ক্রেডিট কার্ড থাকে, তাহলে আবার Samsung Galaxy M13 ফোনের উপর ৫% বা ২৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
Back to top button
%d bloggers like this: