খরচ করতে হবে না কোনও টাকা, জলদি ঘরে তুলুন একেবারে ব্র্যান্ড নিউ ই-স্কুটার, দারুণ অফার দিচ্ছে Ather

বর্তমান সময়ে জ্বালানির জ্বালা থেকে বাঁচতে মানুষ এখন ব্যাটারি চালিত স্কুটারের দিকে ঝুঁকেছে বেশি। ই-স্কুটারের বাজার এখন রমরমিয়ে চলছে। আর এই ই-স্কুটারের বাজারে Ather-এর নাম বিশেষ উল্লেখযোগ্য। ই-স্কুটার থেকে ভর্তুকি তুলে নিয়েছে কেন্দ্র। এরপরই এই স্কুটার বা বাইক কেনার জন্য দারুণ দারুণ অফার দিচ্ছে নানান কোম্পানিগুলি।
এবার দারুণ এক অফার নিয়ে হাজির হল Atherও। এবার ই-স্কুটার কিনতে ১০০ শতাংশই ফাইন্যান্সের অফার দিচ্ছে এই দেশীয় কোম্পানি। আর সেই লোণ পরিশোধের জন্য সময়সীমা পাঁচ বছর।
১০০ শতাংশই ফাইন্যান্সিং অফার Ather-এর
এবার ই-স্কুটার কেনার জন্য ক্রেতাদের নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করতে হবে না। স্কুটারের দামের পুরো টাকাটাই ঋণ হিসেবে নিতে পারবেন ক্রেতারা। এর জন্য একাধিক ব্যাঙ্ক ও ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের সাথে গাঁটছড়া বেঁধেছে এথার। এর মধ্যে রয়েছে –HDFC Bank, IDFC First Bank, ICICI Bank, Axis Bank, Bajaj Finance Ltd, Hero FinCorp ও Cholamandalam Finance।
কী কী অফার দিচ্ছে এথার?
১০০ শতাংশ ফাইন্যান্স অপশন ও ৫ বছর লোন পরিশোধের সময়কালের অফার দিচ্ছে এই কোম্পানি। এমন অফারের দলে যে আরও বেশি সংখ্যক ক্রেতা এই কোম্পানির স্কুটার কিনতে আরও বেশি আগ্রহী হবেন, তা বলাই বাহুল্য। এতে গ্রাহকদের উপর স্কুটারের মূল্য বৃদ্ধির প্রভাব অনেকটাই কমিয়ে আনতে পারবে । এথার সূত্রে খবর, ২০১৯-এর থেকে বর্তমানে ফাইন্যান্সে স্কুটার কেনার গ্রাহকের সংখ্যা ছ’গুণ বৃদ্ধি পেয়েছে।
কবে লঞ্চ হচ্ছে Ather 450S ই-স্কুটার?
নিজেদের 450S মডেলটির লঞ্চের দিনক্ষণ নিশ্চিত করেছে এথার। জানা গিয়েছে, আগামী ৩ আগস্ট বাজারে আসছে এই ই-স্কুটার। এই স্কুটারের দাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ১.৩ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়ায়এর ছবি ইতিমধ্যেই এই ই-স্কুটারের ছবি প্রকাশ করেছে সংস্থা। এই স্কুটারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি এলসিডি/টিএফটি ড্যাশ।