প্রযুক্তি
পুজোর আগে নয়া চমক! বাজার কাঁপাতে এল নতুন হিরো গ্ল্যামার, থাকছে ডিজিটাল ক্লাস্টার, দাম কত এই বাইকের?

হিরো মোটরকর্পের একটি দুর্ধর্ষ বাইক হল হিরো গ্ল্যামার। যে কোনও প্রিমিয়াম বাইককে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই হিরো গ্ল্যামার। সেই কারণে এবার নতুনভাবে লঞ্চ হল এই বাইক যাতে থাকছে আরও উন্নত প্রযুক্তি।
এই নতুন হিরো গ্ল্যামার ১২৫-এ দেওয়া হয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এটি এই বাইকের নতুন বৈশিষ্ট্য। যেখানে রিয়েল টাইম মাইলেজ সহ একাধিক তথ্য দেখা যাবে।
কী কী বৈশিষ্ট্য রয়েছে এই বাইকের?
- এই বাইকের একটি চমৎকার বৈশিষ্ট্য হল স্টার্ট-স্টপ সিস্টেম যা স্বয়ংক্রিয় ভাবে বাইকের ইঞ্জিন বন্ধ করে দেয় যদি সেটি দীর্ঘক্ষণ অসক্রিয় অবস্থায় থাকে। এই সুবিধা বাইকের মাইলেজ বৃদ্ধি করতে সাহায্য করে।
- এই বাইকে মোবাইল চার্জিং পোর্টও পাবেন রাইডাররা।
- নতুন হিরো গ্ল্যামারের আসনের উচ্চতা ৮ মিলিমিটার কমিয়েছে কোম্পানি। পিছনে পিলিওন রাইডারের আসনের উচ্চতা কমেছে ১৭ মিলিমিটার।
- নতুন এই বাইকে কিছুটা ফ্ল্যাট রাখা হয়েছে ফুয়েল ট্যাংক। এর ফলে বাইকের সামগ্রিক চেহারা স্টাইলিশ হিয়ে উঠেছে।
হিরো গ্ল্যামারের ইঞ্জিন
- একই ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ১০.৭২ হর্সপাওয়ার এবং ১.০.৬ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।
- বাইকে মিলবে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিং সাসপেনশন।
- এইমোটরসাইকেলের ARAI মাইলেজ প্রতি লিটারে ৬৩ কিলোমিটার।
নতুন হিরো গ্ল্যামার বাইকের দাম
ড্রাম ভেরিয়েন্টের জন্য নতুন হিরো গ্ল্যামারের দাম রাখা হয়েছে ৮২,৩৪৮ টাকা (এক্স-শোরুম) এবং ডিস্ক ভেরিয়েন্টের জন্য ৮৬,৩৪৮ টাকা (এক্স-শোরুম)। মোটরসাইকেল তিনটি রঙে পাবেন ক্রেতারা – ক্যান্ডি ব্লেজিং রেড, টেকনো ব্লু-ব্ল্যাক এবং স্পোর্টস রেড ব্ল্যাক।