নতুন রূপে হাজির হন্ডা ইউনিকর্ন, আরও বেশি আকর্ষণীয় এই বাইকের ওয়ারেন্টি ১০ বছর, দাম কত? জানুন

এবার নতুন রূপে বাজারে এল হন্ডা ইউনিকর্ন। দু’চাকার এই গাড়ির লুক এবার আরও আকর্ষণীয়। সম্প্রতি দেশে দূষণ সংক্রান্ত কড়া নিয়ম চালু হয়েছে। সেই কারণে সব সংস্থাই তাদের বাইকগুলি নতুন রূপে বাজারে এনেছে।
কী কী ফিচার্স রয়েছে নতুন রূপের এই বাইকে?
হন্ডা ইউনিকর্ন আপডেট ভার্সন লঞ্চ করল সংস্থা। এই বাইকে মিলবে ১৬২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ৭,৫০০ আরপিএম-এ ১২.৯ হর্সপাওয়ার এবং ৫.৫০০ আরপিএমে ১৪ এনএম টর্ক তৈরি করে। এর সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এই মোটরসাইকেলে মিলবে 13 লিটার ফুয়েল ট্যাংক।
যে সমস্ত গ্রাহক এবিএস ফিচার ভালবাসেন তাদের জন্য এই বাইকে রয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ব্রেকিংয়ের ক্ষেত্রে মিলবে ডিস্ক এবং ড্রাম ব্রেক। নতুন হন্ডা ইউনিকর্নের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৭ মিলিমিটার কার্ব ওয়েট ১৪০ কেজি এবং ৭৯৮ মিলিমিটার সিট হাইট।
কত দাম নতুন ভার্সনের এই বাইকের?
এই বাইকের দাম আগের মডেলের থেকে একটু বাড়ানো হয়েছে। নতুন মোটরসাইকেলের দাম ১.০৯,৮০০ টাকা (এক্স-শোরুম)। আগে এর দাম ছিল ১,০৫,৭১৮ টাকা। এই হন্ডা ইউনিকর্নের নতুন ইঞ্জিন ছাড়াও আরও একটি বড় চমক হল এবার থেকে এই বাইকের উপর ১০ বছর ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। এর মধ্যে ৩ বছর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি যা ৭০ বছর বাড়ানো যাবে।
এই মুহূর্তে বাজারে যে ক’টি কমিউটার বাইক রয়েছে, সেগুলির মধ্যে এই হন্ডা ইউনিকর্ন অন্যতম। এই বাইককে আরও বেসজি আকর্ষণীয় করে তুলতে একটু-আধটু বদল আনা হয়েছে এই বাইকে। পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু, এই চারটি রঙে মিলবে হন্ডা ইউনিকর্ন।
এর আগে হন্ডা এসপি ১২৫, অ্যাক্টিভা ১২৫ এবং ডিও স্কুটারের নতুন মডেল বাজারে এসেছে। এই হন্ডা ইউনিকর্ন বাজাজ পালসার, হন্ডা এসপি, ইয়ামাহা এফজেড, টিভিএস রাইডার, টিভিএস অ্যাপাচির মতো বাইককে বেশ কঠিন লড়াই দিতে পারে।