প্রযুক্তি

৫৭,০০০ টাকার ফোন এবার হাতে পান মাত্র ২৮০০ টাকাতেই, দারুণ অফার মিলছে OnePlus 11 5G স্মার্টফোনে

অনলাইনে ফোন কিনতে গেলে নানান সময় নানান অফার পাওয়া যায়। এক এক সময় এত কম দামে এমন ফোন পাওয়া যায়, তা ভাবাও যায় না। এবার দারুণ অফার মিলছে OnePlus 11 5G স্মার্টফোনে। এই ফোনটি কিনতে গেলে এবার আর একগাদা টাকা খসাতে হবে না মাত্র ২৮০০ টাকাতেই পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ OnePlus 11 5G ফোন। এমনই দারুণ অফার মিলছে জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon-এ।

কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?

  • এই ওয়ানপ্লাস স্মার্টফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির AMOLED QHD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • সফটওয়্যারের দিক থেকে এই ফোনটি Android ১৩ ভিত্তিক OxygenOS অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
  • পারফরম্যান্সের জন্য একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে এই ফোনে।
  • এই ফোনে থাকছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
  • থাকছে অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি, যা 100W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে।
  • এই ফোনের প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের রিয়ার প্যানেলে রয়েছে আরও দুটি সেন্সর- তার একটি ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং অপরটি ৩২ মেগাপিক্সেল টেলিফটো।
  • সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।

কীভাবে এত কম দামে মিলবে এই ফোন?

OnePlus 11 5G-র ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের ভ্যারিয়েন্টের উপর মিলছে এই বিপুল ছাড়। এমনিতে এই ফোনের দাম ৫৬,৯৯৯ টাকা। তবে অ্যামাজ়নে অফারের সুবাদে আপনাকে এত টাকা খরচ করতেই হবে না।

এই ফোনটি EMI অফারে কিনতে পারবেন গ্রাহকরা। এর জন্য প্রতি মাসে মাত্র ২,৭৩৭ টাকার সহজ কিস্তি দিতে হবে। আবার কাররকাছে যদি OneCard ক্রেডিট কার্ড থাকে এবং সেই কার্ডের মাধ্যমে যদি তিনি পেমেন্ট করেন, তাহলে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেও ৭.৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

এখানেই শেষ নয়। গ্রাহক যদি নিজের পুরনো ফোন এক্সচেঞ্জ করে OnePlus 11 5G ফোনটি কিনতে চান, তাহলে পেয়ে যাবেন ৫৪,১৪৯ টাকা পর্যন্ত ছাড় পাবেন তিনি। আর এর জেরে মাত্র ২,৮৫০ টাকাতেই গ্রাহক হাতে পেয়ে যাবেন OnePlus 11 5G ফোনটি।

Back to top button
%d bloggers like this: