লোকসভা নির্বাচনে টিকিট পাবেন না নুসরত, দুর্নীতি হয়ে থাকলে সেই দায়ও নেবে না দল, আর্থিক প্রতারণার অভিযোগ উঠতেই নেত্রীর থেকে মুখ ফেরাল তৃণমূল?

আগামী বছরই লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। আগামী লোকসভা নির্বাচনে অনেক নতুন মুখকে প্রার্থী করতে পারে তৃণমূল, এমনটা আগেও শোনা গিয়েছিল। সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সগে ঘরোয়া আড্ডাতেও সেই ইঙ্গিত স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কাদের টিকিট দেওয়া হবে না?
কাদের টিকিট দেওয়া হবে না আগামী লোকসভা নির্বাচনে, সে নিয়ে অবশ্য কারোর নাম বলেন নি অভিষেক। তবে তৃণমূলের বর্তমান সাংসদদের মধ্যে যাদের এবার টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম, তাদের মধ্যে রয়েছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার থেকে শুরু করে বসিরহাটের সাংসদ নুসরত জাহান, এমনটাই জানা গিয়েছে।
আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে নুসরতের বিরুদ্ধে
বড় অঙ্কের আর্থিক কেলেঙ্কারির বিতর্কের মুখে পড়েছেন নুরসত জাহান। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আদালতের ও এনফোর্সমেন্ট ডিরেক্টরের দ্বারস্থ হয়েছেন কিছু প্রবীণ নাগরিক। তাদের অভিযোগ, ফ্ল্যাট বিক্রি বাবদ একটি সংস্থা তাঁদের কাছ থেকে টাকা নিয়েছিল। তার পর পুরো টাকাটাই আত্মসাৎ করেছে। ওই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন নুসরত জাহান।
যদিও এই বিষয়ে নুসরতের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূলের এক মুখপাত্র নাকি জানিয়েছেন, এই ধরণের ঘটনার সঙ্গে নুসরত জড়িত কী না, তা দলকে জানান নি। তিনি এও বলেন, নুসরতের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সেই দায় তৃণমূল কোনওভাবেই নেবে না।
ওই তৃণমূল নেতার কথায়, বিজেপি তৃণমূলকে চাপে ফেলতে নুসরতকে এই অভিযোগে ফাঁসাচ্ছে বলে তিনি মনে করেন না। কারণ নুসরত এমন কিছু গুরুত্বপূর্ণ নেত্রী নন যে তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে তৃণমূলকে চাপে ফেলা যাবে।
নুসরত উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সাংসদ। সম্প্রতি পঞ্চায়েত ভোটে তাঁকে এক-দু’বার প্রচারে যেতে দেখা গিয়েছিল। কিন্তু নিজের নির্বাচন কেন্দ্রের সঙ্গে তাঁর নিয়মিত ও ধারাবাহিক যোগাযোগ ছিল না বলে তৃণমূলের মধ্যেই অভিযোগ ছিল। বসিরহাট সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। কিন্তু সেখানকার অনেক মুসলমান নেতাই নুসরতকে তাঁদের প্রতিনিধি হিসাবে মানতে চাইতেন না। সেই কারণেই কী নুসরতকে আগামী লোকসভা নির্বাচনের টিকিট দিতে চাইছে না ঘাসফুল শিবির নাকি তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগই আসল কারণ, তা নিয়ে প্রশ্ন তো থেকেই যাচ্ছে।