কলকাতা

মা এমনও হয়! ৪ লক্ষ টাকায় নিজের ২১ দিনের কন্যাসন্তানকে বিক্রি করল মহিলা, কলকাতায় রমরমিয়ে চলছে শিশু পাচার চক্র

ফের শিশু বিক্রি করার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। খাস কলকাতা থেকেই উঠে এল এমন এক ঘৃণ্য ঘটনার খবর। মাত্র ২১ সিনের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। মিডলম্যান মারফৎ বিক্রি করা হয়েছে শিশুটিকে, এমনই জানা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কী ঘটেছে ঘটনাটি?

পুলিশ সূত্রে খবর, রূপালি গুহ নামের মহিলা তার ২১ দিনের শিশুকন্যাকে বিক্রি করেছেন। জানা গিয়েছে, কল্যাণী গুহ নামের এক মহিলার কাছে নিজের শিশুকে মাত্র ৪ লক্ষ টাকায় বিক্রি করেছেন রূপালি। কল্যাণীর আসল বাড়ি মেদিনীপুরে। তবে বর্তমানে পর্ণশ্রী থানার সাতগ্রাম এলাকায় একটি বাড়িতে থাকে সে।

সূত্রের খবর, এই রূপালি আনন্দপুরের নোনাডাঙা রেল কলোনি এলাকার বাসিন্দা। শিশু বিক্রির ঘটনার তদন্তে নেমে একটি পাচার চক্রের হদিশ পায় পুলিশ। পুলিশ জানতে পেরেছে যে এই শিশু বিক্রির পিছনে একাধিক মিডলম্যান রয়েছে। ইতিমধ্যেই রূপালি, কল্যাণীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুধু রূপালি বা কল্যাণীই নয়, পূর্ণিমা কুণ্ডু, রূপা দাস, স্বপ্না সর্দার ও লালতি দে নামের চার মহিলাকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, এই চারজনই মিডলম্যানের কাজ করেছে।

পুলিশের সন্দেহ, এই হাতবদল হওয়ার নেপথ্যে একটি বড় র‌্যাকেট যুক্ত থাকতে পারে। রূপালি ও কল্যাণীর সঙ্গে কীভাবে ওই মিডলম্যানদের যোগাযোগ হল, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না, সেই সব দিকগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

বলে রাখি, কিছুদিন আগেই শহরতলিতে আরও একটি শিশু বিক্রির অভিযোগ উঠেছিল। উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকার এক দম্পতির বিরুদ্ধে ২ লক্ষ টাকায় নিজেদের কোলের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল । সেই ঘটনার রেশ এখনও কাটে নি। আর এরই মধ্যে এবার খাস শহর কলকাতা থেকে এল শিশু বিক্রির অভিযোগ।

Back to top button
%d bloggers like this: