২০০ মেগাপিক্সেল ক্যামেরা, জলের দামে স্মার্টফোন বিক্রি করছে Motorola, কিনে ফেলুন ঝটপট

নানান ধরণের ই-কমার্স সাইটগুলিতে মাঝেমধ্যেই নানান ধরণের অফার মেলে। এই কারণে বর্তমানে মানুষ অনলাইন শপিং করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক বেশি দামের জিনিস অনেক কম দামে মেলে নানানি-কমার্স সাইটে। আর এই দামী জিনিসের মধ্যে স্মার্টফোন অন্যতম যা বেশ অনেক সময় অনেক কম দামেই পাওয়া যায় অনলাইনে।
সম্প্রতি বাজারে এসেছে Motorola Edge 30 Ultra ফোন। আর এই ফোনের উপর দেওয়া হচ্ছে বিপুল ছাড়। ১০ হাজার টাকারও কম দামে Motorola ব্র্যান্ডের Edge 30 Ultra স্মার্টফোনটি এবার পেয়ে যেতে পারেন আপনিও। এই ফোনের বিশেষত্ব হল এতে ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
কীভাবে কত দামে পাওয়া যাবে Motorola Edge 30 Ultra?
Motorola-এর এই স্মার্টফোনের দাম ৪৪,৯৯৯ টাকা যাতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। তবে না, এত টাকা আপনাকে কিনতে হবে না এই ফোন। ১০ হাজার টাকারও কম দামে এই ফোনটি আনতে পারবেন আপনি। তবে তার জন্য একটি শর্ত মানতে হবে আপনাকে।
Motorola-এর এই ফোনের উপর দারুণ ছাড় দিচ্ছে ই-কমার্স সাইট Flipkart। এই স্মার্টফোনটি কিনতে গেলে আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে বিল পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা পাবেন। আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করলে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন আপনি। তবে আপনার পুরনো ফোনটি ভালো অবস্থায় থাকতে হবে। ফোনটি আপডেটেড মডেলের হলে তো আরও বেশি ছাড় পেয়ে যাবেন। আর এই অফারের পর Motorola Edge 30 Ultra কিনতে আপনার খরচ পড়বে মাত্র ৯,৯৯৯ টাকা। তাহলে আর দেরি কীসের, এখনই ঝটপট কিনে ফেলুন Motorola Edge 30 Ultra।
কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?
- এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) পোলড কার্ভড ডিসপ্লে।
- দুর্দান্ত স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮+ প্রজন্মের প্রসেসর।
- এই ফোনে রয়েছে ৪৬১০ মেগাহার্টজের ব্যাটারি, যা ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১২৫ ওয়াট টার্বোপাওয়ার চার্জ সাপোর্ট করে।
- সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এও ফোনে আপনি পেয়ে যাবেন ফেস আনলক এবং থিঙ্কশিল্ড সুরক্ষাও।