5G ফোন কিনুন একেবারে বাজেটের মধ্যে, খুব কম দামে স্মার্টফোন আনছে Samsung, দেখে নিন দাম ও ফিচার্স

চলতি বছরের শুরু থেকেই নানান স্মার্টফোন লঞ্চ করেছে Samsung, তবে এবার শোনা যাচ্ছে, আগামী কয়েক মাস আর কোনও ফোন লঞ্চ করবে না কোম্পানি। কিছু ফোন নিয়ে কোম্পানি কাজ করছে যা ২০২৪-এর শুরুতেই লঞ্চ হবে। সেরকম একটি ফোন হল Samsung Galaxy A25। ইতিমধ্যেই এই ফোনের কিছু তথ্য সামনে এসেছে। এই ফোন 5G সংস্করণে বাজারে আসবে বলে জানা গিয়েছে। এবার এই সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হল। জানা গেল এই ফোনের ফিচার্স ও ক্যামেরা সম্পর্কে।
কী কী ফিচার্স রয়েছে এই Samsung Galaxy A25 ফোনে?
ডিসপ্লে: ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Samsung Galaxy A25-এ একটি ৬.৪৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং হাই রেজোলিউশন দেওয়া যেতে পারে।
প্রসেসর: ফোনটিতে অক্টা কোর প্রসেসর এবং মালি জিপিইউ থাকতে পারে।
স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রে, ফোনটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ একটি বেস মডেলের হতে পারে। তবে লঞ্চের সময় অন্যান্য মডেলও আসতে পারে।
ক্যামেরা: ক্যামেরা ফিচারের কথা বললে মোবাইলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যেখানে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইনস্টল করা যেতে পারে।
ব্যাটারি: ব্যাটারির ক্ষেত্রে, ডিভাইসটিতে ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি এবং ২৫ ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে।
অন্যান্য: অন্যান্য ফিচারের কথা বললে, Samsung Galaxy A25-এ ডুয়াল সিম 5G, 4G, ব্লুটুথ, Wi-Fi, সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার পাওয়া যাবে।