গাড়ি টেকে সটান নেমে পুলিশকে সপাটে থাপ্পড়, আঙুল উঁচিয়ে ঝগড়া মহিলার, মুহূর্তে ভাইরাল ভিডিও

মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি। চালকের আসনে কেউ নেই। চালকের দিকে দরজা খোলা। হঠাৎই দেখা যায় এক মহিলা গাড়ির সামনে দাঁড়িয়েই বেশ ঝামেলা করছেন এক পুলিশ কনস্টেবলের সঙ্গে। এমনকি হাতাহাতিও শুরু করে দেন তিনি।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে। তবে কী নিয়ে এই ঝগড়া বা গোলমাল, তা-ও পরিষ্কার নয়। তবে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে নতুন করে তুমুল চর্চা শুরু হয়েছে। মহিলাকে পুলিশের গায়ে হাত তুলতে দেখে বেশ বিস্মিত নেটিজেনরা।
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কালো রঙের একটি গাড়ি দাঁড় করিয়ে তার সামনে পুলিশের উপর চোটপাট করছেন মহিলা। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কনস্টেবলের দিকে এগিয়ে সপাটে একটি থাপ্পড় মারেন তিনি। তাতে কনস্টেবলের হাত থেকে কিছু ছিটকে নীচে পড়ে যায়। তা কুড়িয়ে নিয়ে আবার মাথা তুলে দাঁড়ালে আবার তাঁর গায়ে হাত তোলেন মহিলা। কনস্টেবলও আঙুল তুলে তাঁকে সতর্ক করেছেন।
Kalesh b/w A Woman and on-Duty Police officer on Roadpic.twitter.com/lMIaX3eSk6
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 8, 2023
কিছুক্ষণ পর দেখা যায় এক ব্যক্তি এসে মহিলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে বিশেষ পাত্তা দেন নি ওই মহিলা। পরে দেখা যায়, ওই মহিলা গাড়িতে উঠে চলে যান। এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪৭।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। নানান জন নানান মন্তব্য করেছেন এই ভিডিও দেখে। ঠিক কী নিয়ে পুলিশ কনস্টেবলের সঙ্গে বচসা শুরু হয় মহিলার, তা অবশ্য জানা যায়নি। তবে মহিলার এভাবে পুলিশের গায়ে হাত দেওয়ার বিষয়টিকেও সমর্থন করেন নি নেটিজেনরা।