খবর পড়াকালীন লাইভ টিভিতেই সঞ্চালিকাকে বিয়ের প্রস্তাব সাংবাদিকের, কী জবাব দিলেন সঞ্চালিকা? মুহূর্তে ভাইরাল ভিডিও

সময় বদলানোর সঙ্গে সঙ্গে এখন প্রেমের প্রস্তাবের ধরণও পাল্টেছে। আগে গোপনে হত প্রেম নিবেদন। কিন্তু এখন যেন সবটাই খুল্লামখুল্লা। কেউ প্রেম বা বিয়ের প্রস্তাব দিচ্ছেন শপিং মলে সকলের সামনে, তো কেউ আবার ম্যাচ দেখতে গিয়ে এক গ্যালারি লোকের সামনে হাঁটু গেঁড়ে প্রপোজ করছেন। তবে এবার একধাপ এগিয়ে এক সাংবাদিক। খবর পড়াকালীনই লাইভ টিভিতেই সঞ্চালিকাকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি।
কী ঘটেছে ঘটনাটি?
টিভি চ্যানেলে খবর পড়ছেন মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন। টেলিপ্রপ্টারের দিকেই তাঁর চোখ ছিল। হঠাৎই বুঝতে পারেন স্টুডিওর বাঁ-দিক থেকে তাঁর দিকে কেউ এগিয়ে আসছেন। এরপরই খবর পড়া থামিয়ে দেন। তাকিয়ে দেখেন হাতে ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে তাঁর প্রেমিক রিলি নাজেল। তিনি ওই সংবাদমাধ্যমেরই সাংবাদিক। সঞ্চালিকা প্রেমিকাকে বিয়ের প্রস্তাবের সারপ্রাইজ দিতে লাইভ টিভি-কেই বেছে নিয়েছিলেন তিনি। সেই প্রস্তাব দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
View this post on Instagram
কী দেখা গিয়েছে এই ভিডিওতে?
এই ভিডিওতে দেখা গিয়েছে, রিলি বলছেন, “কর্নেলিয়ার সঙ্গে চার বছর আগে একটি সংবাদমাধ্যমের অফিসেই আলাপ হয়েছিল। তুমি স্বভাব ভীষণ ভাল। তুমি এতটাই উজ্জ্বল যে গোটা ঘর আলো করে দাও”। এরপরই আংটি হাতে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি।
কী উত্তর দিলেন কর্নেলিয়া?
এমন প্রস্তাব পেয়ে বেশ খুশিই হন কর্নেলিয়া। তিনিও হাসিমুখে রিলির প্রস্তাব গ্রহণ করে নেন। রিলি আংটি পরিয়ে দিলে তারা চু’ম্ব’ন করেন। এই ভিডিও নেটিজেনদের বেশ নজর কেড়েছে। অনেকের কথাতেই, এমন মিষ্টি প্রেম প্রস্তাব পেতে, কার না ইচ্ছে করে না। তবে অনেকেই আবার বলছেন, এটা স্রেফ একটা পাবলিসিটি স্টান্ট। তবে এই মুহূর্তে রিলি ও কর্নেলিয়া বেশ চর্চার মধ্যে রয়েছেন।