বাজেট খুব কম? মাত্র ৫০০০ টাকার মধ্যেই পেয়ে যান দুর্ধর্ষ সব স্মার্টফোন, রয়েছে চোখ ধাঁধানো সব ফিচার্স

বর্তমান যুগে আমরা যেন এখন স্মার্টফোন ছাড়া অচল। অনলাইন শপিংই হোক বা কোনও লেনদেন, সবটাই এখন হয়ে যায় স্মার্টফোনের মাধ্যমে। তবে অনেকেই কম বাজেটের জন্য স্মার্টফোন কিনতে পারেন না। অনেক কম দামের মধ্যেও এমন অনেক স্মার্টফোন রয়েছে যা বেশ তাক লাগাবে সকলকে। মাত্র ৫০০০ টাকাতেই বেশ কিছু স্মার্টফোন বাজারে রয়েছে যা আপনার সমস্ত চাহিদা পূরণ করবে।
এক ঝলকে দেখে নেওয়া যাক সেই স্মার্টফোনগুলি-
Itel A23s
এই ফোনটির দাম ৪,৬৯৯ টাকা। ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার জন্য ফোনে একটি ৩০২০ মেগাহার্টজ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ফেস আনলকের মতো ফিচারও দেওয়া হয়েছে।
Nokia 2.1
এই ফোনের দাম ৪,৯৯৯ টাকা। এই নকিয়া ফোনটিতে একটি ৫.৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং এর স্ক্রিন রেজোলিউশন ১২৮০×৭২০ পিক্সেল। ফোনটিতে রয়েছে ১ জিবি র্যাম ও ৮ জিবি স্টোরেজ। এতে আপনি ৪০০০ মেগাহার্টজ ব্যাটারি পেয়ে যাবেন। ফোনটি Nokia-র একটি বিরাট জনপ্রিয় ফোন। তার একমাত্র কারণ হল কম দাম হওয়া সত্ত্বেও এতে অনেক ফিচার রয়েছে।
Itel A60s
এই ফোনের দাম ৬,৪৯৯ টাকা। ফোনটিতে একটি ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। এই ফোনে মিলবে ৮ জিবি র্যাম। এতে একটি ৮ মেগাপিক্সেল AI রেয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এমনকী আপনি এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো ফিচার পাবেন।
IKALL Z1 4G
এই ফোনের দাম ৪,৭৯৯ টাকা। ফোনটিতে একটি ৫.৫ ইঞ্চি মাল্টি টাচ ডিসপ্লে রয়েছে, যা ৪৮০×৯৬০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটি ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ আসে। ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।