প্রযুক্তি

মাইলেজ ৩০০ কিমি, বাজারে আসছে টাটা পাঞ্চ ইভি, কবে লঞ্চ হবে এই গাড়ি, দামই বা কত, জেনে নিন সমস্ত তথ্য

আরও এক বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে টাটা মোটরস। নাম টাটা পাঞ্চ ইভি। নেক্সন, টিয়াগোর পর এবার নতুন ব্যাটারিচালিত গাড়ি আনছে টাটা। যদিও টাটা পাঞ্চ ইভির পেট্রোল বা সিএনজি চালিত গাড়ি আগে থেকেই রয়েছে বাজারে। এবার বাজারে আসছে এই গাড়ির ব্যাটারিচালিত ভার্সন।

কী কী ফিচার্স রয়েছে টাটা পাঞ্চ ইভিতে?

এই চার চাকায় ব্যাটারির ক্ষেত্রে টাটা টাইগর অথবা টাটা টিয়াগোকে অনুসরণ করতে পারে। টিয়াগো-তে দু ধরনের ব্যাটারি দিয়ে থাকে টাটা মোটরস। ছোট ব্যাটারিতে ফুল চার্জে ২৫০ কিলোমিটার এবং বড় ব্যাটারিতে ৩১৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়।

আশা করা হচ্ছে, টাটা পাঞ্চ ইভিতে ফুল চার্জে ৩০০ কিমি রেঞ্জ পাওয়া যেতে পারে। সূত্রের খবর, অক্টোবর মাসে লঞ্চ হবে এই গাড়ি। অর্থাৎ দীপাবলি শুরু হওয়ার আগেই বাজারে পা রাখতে পারে টাটা পাঞ্চ ইভি।

টাটা পাঞ্চ ইভি গাড়িটি ভারতে বৈদ্যুতিক গাড়ির টাটা মোটরসকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাছাড়া এটি অনেকগুলি চার চাকার সামনে কঠিন লড়াই তৈরি করবে। যেমন Citroen eC3, MG Comet ইত্যাদি।

এই গাড়ির সম্ভাব্য দাম

এই মুহূর্তে বাজারে টাইগর ইভির দাম ১২.৪৯ লক্ষ টাকা থেকে ১৩.৭৫ লক্ষ টাকা এবং টিয়াগোর দাম ৮.৬৯ লক্ষ থেকে ১২.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আশা করা হচ্ছে এই দামের কাছাকাছি লঞ্চ হবে টাটা পাঞ্চ ইভি। এই গাড়ির চিরপ্রতিদ্বন্দ্বী Citroen eC3 এর দাম ১১.৫০ লক্ষ থেকে ১২.৪৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Back to top button
%d bloggers like this: