প্রযুক্তি

১০,০০০ টাকার নীচে দুর্দান্ত ফোন, Realme C53 নাকি Moto G13 কোনটি বেশি ভালো? কেনার আগে জেনে নিন সমস্ত তথ্য

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Realme C53 ফোনটি। দুর্দান্ত সব ফিচার্সের মধ্যে এই ফোনের সবথেকে আকর্ষণীয় ফিচার্স হল এর ফোনের ক্যামেরা। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এই ফোন এখন গ্রাহকদের পছন্দের তালিকায়। আর এই ফোনকে বেশ ভালোরকম টক্কর দিচ্ছে। Moto G13। এই দুই ফোনের দামই কিন্তু ১০,০০০ টাকারও কম। তবে ফিচার্সের দিক থেকে কোন ফোন এগিয়ে? দেখে নেওয়া যাক এক ঝলক-

ব্যাটারি

Realme C53 ফোনে রয়েছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি যা ১৮ ডব্লিউ দ্রুত চার্জ সাপোর্ট করে। অন্যদিকে, Moto G13 ফোনেও থাকছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি যা ১০ ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

স্টোরেজ

Realme C53 ফোনে রয়েছে দু’টি স্টোরেজ অপশন। ৪ জিবি+ ১২৮ জিবি ও ৬ জিবি+ ৬৪ জিবি ভ্যারিয়েন্ট। আর Moto G13 ফোনে একটি ভ্যারিয়েন্টই রয়েছে, তা হল ৪ জিবি+ ৬৪ জিবি।

ডিসপ্লে ও প্রসেসর

Realme C53 ফোনে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে, Moto G13-এ একটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। Realme C53 ফোনটিতে Unisoc T612 প্রসেসর রয়েছে। আবার Motorola G13 ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর রয়েছে। Realme-এর নতুন ফোনটি আউট-অফ-দ্য-বক্স অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক Realme কাস্টম UI-তে কাজ করে। Moto G13 ফোনটি Android ১৩-তে চলে।

ক্যামেরা

Realme ফোনের পিছনে রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ। এটি 1080P/30fps, 720P/30fps এবং 480P/30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ একটি ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Moto G13-এর পিছনে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য Realme C53 ফোনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর অন্যদিকে Motorola এর G13 ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

দাম

Realme C53 কোম্পানি দু’টি ভ্যারিয়েন্টে বাজারে এনেছে। এর ৪ জিবি+ ১২৮ জিবি এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা এবং এর ৬ জিবি+ ৬৪ জিবি এর দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। ভারতে Moto G13-এর দাম একক ৪ জিবি+ ৬৪ জিবি ভ্যারিয়েন্টের জন্য ৯,৯৯৯ টাকা।

Back to top button
%d bloggers like this: