ফের উত্তপ্ত ভাটাপাড়া, পরপর চলল গুলি, মৃত ১ যুবক, তুমুল উত্তেজনা গোটা এলাকায়

ফের একবার উত্তেজনা ভাটপাড়ায়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক যুবকের। আজ, শনিবার সকালে ঘটে এই গোলাগুলির ঘটনা। এর জেরে গোটা এলাকা এখন উত্তপ্ত হয়ে রয়েছে। এই গুলির ঘটনা মহম্মদ সালামুদ্দিন আনসারি নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে। মৃত ওই যুবক ভাটপাড়ার বাকড় মহল্লায় থাকতেন বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও পুরনো প্রতিহিংসা থেকেই কেউ এই কাজ করেছে। থে দুষ্কৃতীদের এখনও পর্যন্ত ধরা সম্ভব হয়নি। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কী না, তা এখনও জানা যায়নি। জগদ্দল, হালিশহর, বীজপুর সহ একাধিক থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, আজ সকালে এলাকার একটি দোকানে বসে আড্ডা মারছিলেন মহম্মদ সালামুদ্দিন আনসারি। হঠাৎই ৬-৭ জন যুবক মিলে তাকে ঘিরে ধরে। কথা বলতে বলতেই আচমকাই গুলি চালায় দুষ্কৃতীরা। মহম্মদ পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা আর হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান যে গুলি লাগার পালানোর চেষ্টা করেন মহম্মদ। কিন্তু কিছুদূর গিয়েই মুখ থুবড়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, পরপর ৬টি গুলি করা হয়েছিল তাকে।
কখনও গোলাগুলি তো কখনও আবার বোমাবাজি, প্রায় সময়ই উত্তপ্ত হয়ে থাকে ভাটপাড়া। এমন আগ্নেয়াস্ত্র কোথায় মেলে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।