আব্বাস সিদ্দিকীর নামে চটলেন মমতা! ভোটে ‘ফ্যাক্টর’ হচ্ছে আইএসএফ! মানছেন তৃণমূল সুপ্রিমো

আজ ২৯১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ পড়েছে শুধু পাহাড়। তবে এই প্রার্থী তালিকা ঘোষণার পরই চরম অসন্তোষ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। শুভেন্দু পরবর্তী নন্দীগ্রামে সভা করার সময়ই নেত্রী ঘোষণা করে দিয়েছিলেন সেই আসন থেকে লড়বেন তিনি। প্রার্থী তালিকাতেও তার অন্যথা হল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
যখন সব কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করছিলেন তিনি তখনই সাংবাদিকদের মধ্যে থেকে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকির নাম নিয়ে মুখ্যমন্ত্রী কে প্রশ্ন করা হয়! আর এতেই মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের উদ্দেশ্যে বলেন এইসব নাম নেবেন না, আমার মাথা খারাপ করবেন না। এই বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।
এবারে বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে আইএসএফ। আর এতেই আকাশে কালো মেঘ দেখছে তৃণমূল।
রাজনীতির ময়দানে নবাগত আব্বাস ব্রিগেডের মঞ্চ থেকে যেরকম হুমকি দিয়েছেন তাতে খালি হাতে মাঠ ছাড়ার বান্দা যে তিনি নন তা বোঝা গেছে। ভালো রকম মুসলিম ভোট কাটবেন তিনি তা বেশ বুঝতে পেরেছে রাজ্যের শাসক দল।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত রাজ্যের সংখ্যা লঘু ভোটে একাধিপত্ব ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু আব্বাস প্রতিনিয়ত যেভাবে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণ হানছেন, তৃণমূলকে ভোট না দিতে মানুষকে আহবান করছেন তাতে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে যে বেশ প্রভাব পড়বে তা বুঝতে পেরেছে তৃণমূল শিবির। আর এতেই চিন্তিত মমতা।
যদিও এই বিপদ থেকে রক্ষা পেতে তৃণমূল সুপ্রিমোর এখন ত্বহা সিদ্দিকিই ভরসা। ফুরফুরা শরিফের অন্য এক পীরজাদা। কয়েকদিন আগেই তাঁর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম ভোটারদের মন জয়ে ফুরফুরা শরিফের জন্য ২.৬০ কোটি টাকা বরাদ্দ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও আব্বাস কাঁটা