রাজ্য

‘১ কোটি চিঠি নিয়ে যাব, দিল্লি স্তব্ধ করে দেব, ছিনিয়ে আনব টাকা’, ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা আদায়ে কেন্দ্রকে হুঙ্কার অভিষেকের

কেন্দ্র সরকার ১০০ দিনের প্রকল্পের (MNREGA scheme) বকেয়া টাকা দিচ্ছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতারা বারবার এই অভিযোগ করে এসেছে। এবার এই ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের জন্য আন্দোলনে নামতে বলে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যে ১০০ দিনের কাজ করেও টাকা পান নি এমন ১ কোটি মানুষের চিঠি ও সাক্ষর নিয়ে দিল্লি গিয়ে আন্দোলনের হুঙ্কার (threat) দিলেন অভিষেক।

আজ, শনিবার আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। এই জনসভার মঞ্চ থেকে তাঁর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,, “১ কোটি চিঠি দিন, দিল্লি থেকে টাকা ছিনিয়ে আনব”। তাঁর কথায়, কেন্দ্র ১০০ দিনের প্রকল্পের টাকা না দিলে দিল্লি স্তব্ধ করে দেবেন তিনি। প্রয়োজনে বঞ্চিতদের দলের খরচায় দিল্লিতে নিয়ে গিয়ে, সেখানে রেখে আন্দোলন চালানোর কথাও জানান ডায়মন্ড হারবারের সাংসদ।

১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, রাজ্য সরকারের তরফে এর আগেও এমন অভিযোগ বারবার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বা কেন্দ্রীয় মন্ত্রীর দরবার করেও মেলেনি বকেয়া টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই বিষয়টি উত্থাপনও করেন। কিন্তু লাভ হয়নি। আর এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছে মমতা সরকার।

দিন দুয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান তৃণমূল সাংসদরা। কিন্তু সে সাক্ষাৎ সম্ভব হয়নি কারণ কেন্দ্রীয় মন্ত্রী সেই সময় বিহারে ছিলেন। এই নিয়ে অবশ্য কম জলঘোলা হয়নি। সেদিনই অভিষেক হুঁশিয়ারি শানিয়েছিলেন যে বকেয়া টাকা যদি না মেটানো হয়, তাহলে দিল্লি অচল করে দেওয়া হবে। আর আজ আলিপুরদুয়ার থেকেও এমনই বার্তা দিলেন তিনি।

জানা গিয়েছে, ১৬ই এপ্রিল থেকে তৃণমূলের কর্মসূচি শুরু হবে। দলীয় নেতারা বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করবেন যে কারা কারা ১০০ দিনের কাজ করেছেন অথচ টাকা পান নি। তাদের থেকে সংগ্রহ করা হবে চিঠি ও সাক্ষর। ১ কোটি চিঠি ও সাক্ষর নিয়ে দিল্লি নিয়ে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পৌঁছে দেবেন। প্রয়োজন পড়লে টাকা না পাওয়া মানুষদের দলের খরচায় দিল্লি নিয়ে গিয়ে আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করবেন বলেও জানান তিনি।

Back to top button
%d bloggers like this: