রাজ্য

উলুধ্বনিতে বরণ পার্ণো’কে! বিজেপি প্রার্থীকে নিয়ে তীব্র উচ্ছ্বাস বরাহনগরে

তিনি সেলুলয়েডের মানুষ। পর্দায় তাঁকে দেখতেই বেশী অভ্যস্ত বঙ্গবাসী। তবে সামনে যেতে যদি চাক্ষুষ করা যায় তাহলে উন্মাদনা যে মাত্রাছাড়া আজ বরাহনগরে গিয়ে ভালো মতো উপলব্ধি করলেন বিজেপি প্রার্থী তথা বঙ্গ অভিনেত্রী পার্নো মিত্র। 

উলুধ্বনিতে বরণ পার্ণো'কে! বিজেপি প্রার্থীকে নিয়ে তীব্র উচ্ছ্বাস বরাহনগরে 2

আজ তাঁকে দেখতে বরাহনগরের জ্য়োতিনগরে উপছে পড়ল ভিড়। এদিন বিজেপির কার্যালয়ে এসে সকল কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন ও পরিচয় পর্ব সারেন বরানগরের প্রার্থী পার্নো। আজ কোনও মিটিং বা মিছিল নয় । শুধুমাত্র দলীয় কর্মীদের সাথে কথা বলতেই এসেছিলেন পার্নো। 

উলুধ্বনিতে বরণ পার্ণো'কে! বিজেপি প্রার্থীকে নিয়ে তীব্র উচ্ছ্বাস বরাহনগরে 3

তাঁকে নিয়ে এদিন দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। পার্নো মিত্রকে এদিন উলুধ্বনিতে বরণ করে নেন দলীয় কর্মীরা। পার্নো বলেন, “দশ বছর বিনোদন জগতে কাজ করেছি। এখন আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মানুষকে সেবার মধ্যে থাকতে চাই। তাঁদের দুঃখ, কষ্ট সবকিছুতে সামিল হতে চাই। তাই রাজনীতিতে আসা।”

উলুধ্বনিতে বরণ পার্ণো'কে! বিজেপি প্রার্থীকে নিয়ে তীব্র উচ্ছ্বাস বরাহনগরে 4

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, আলাদা করে তৃণমূল বা কংগ্রেস নয়, ভোটে তাঁর প্রতিপক্ষ সবাই। তাঁর কথায়, “সবাই আমার প্রতিপক্ষ। বরানগরবাসীকে শুধু এটুকুই বলতে চাই যে, আমার পাশে থাকুন। “

একইসঙ্গে দলে কোথাও কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা প্রার্থী বিক্ষোভ নেই বলেও দাবি করলেন। প্রসঙ্গত, তাঁর উল্টোদিকে তৃণমূলের ১০ বছরের বিধায়ক তাপস রায়। তবে ‘মানুষের ভালোবাসায়’ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পার্নো।

Back to top button
%d bloggers like this: