রাজ্য
উলুধ্বনিতে বরণ পার্ণো’কে! বিজেপি প্রার্থীকে নিয়ে তীব্র উচ্ছ্বাস বরাহনগরে

তিনি সেলুলয়েডের মানুষ। পর্দায় তাঁকে দেখতেই বেশী অভ্যস্ত বঙ্গবাসী। তবে সামনে যেতে যদি চাক্ষুষ করা যায় তাহলে উন্মাদনা যে মাত্রাছাড়া আজ বরাহনগরে গিয়ে ভালো মতো উপলব্ধি করলেন বিজেপি প্রার্থী তথা বঙ্গ অভিনেত্রী পার্নো মিত্র।
আজ তাঁকে দেখতে বরাহনগরের জ্য়োতিনগরে উপছে পড়ল ভিড়। এদিন বিজেপির কার্যালয়ে এসে সকল কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন ও পরিচয় পর্ব সারেন বরানগরের প্রার্থী পার্নো। আজ কোনও মিটিং বা মিছিল নয় । শুধুমাত্র দলীয় কর্মীদের সাথে কথা বলতেই এসেছিলেন পার্নো।
তাঁকে নিয়ে এদিন দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। পার্নো মিত্রকে এদিন উলুধ্বনিতে বরণ করে নেন দলীয় কর্মীরা। পার্নো বলেন, “দশ বছর বিনোদন জগতে কাজ করেছি। এখন আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মানুষকে সেবার মধ্যে থাকতে চাই। তাঁদের দুঃখ, কষ্ট সবকিছুতে সামিল হতে চাই। তাই রাজনীতিতে আসা।”