রাজ্য

ভোটের পর এখনও জারি অশান্তি, প্রবল বিস্ফোরণে ফের কেঁপে উঠল ভাঙড়, ঝলসে গেল চারজন, নিখোঁজ আইএসএফ প্রার্থী

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। ভোটের দিন ও ভোট গণনার দিনও প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। মুড়িমুড়কির মতো চলে বোমাবাজি। ভোটের শেষে এখনও শান্ত হয়নি ভাঙড়ের পরিবেশ। আজ, বৃহস্পতিবার নতুন করে সেখানে ঘটল বোমা বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে জখম হন চারজন আইএসএফ কর্মী। ভোট গণনার পর এখনও খোঁজ মিলছে না আইএসএফ জেলা পরিষদ কর্মী জাহানারা খাতুনের।

কীভাবে ঘটল বিস্ফোরণ?

স্থানীয়দের দাবী, বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চারজন জখম হন। ঝলসে গিয়েছেন ইমরান মোল্লা (১৬), শাকির হোসেন মোল্লা (১৯), ইনজামুল মোল্লা (১৭) এবং রফিক মোল্লা (৩৩)। তাঁরা এলাকার সক্রিয় আইএসএফ কর্মী বলেই পরিচিত।

জানা গিয়েছে, এরা সকলেই কাশীপুর থানা এলাকার বাসিন্দা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোট আটজনকে আটক করে পুলিশ। আহতদের পুলিশ হাসপাতালে ভর্তি করা করেছে।

পঞ্চায়েত ভোটের পর একাধিক মানুষ নিখোঁজ ভাঙড়ে

এদিকে আবার ভোটের পর থেকেই ভাঙড়ের কাঁঠালিয়া পূর্ব, কাঁটাডাঙা, কাঁঠালিয়া পশ্চিম এলাকায় অনেকেই নিখোঁজ। দাবী, তারা আতঙ্কে বাড়ি ফিরতেই পারছেন না। আইএসএফ জেলা পরিষদ প্রার্থী জাহানারা খাতুন এখনও নিখোঁজ। তিনি কোথায় রয়েছেন, তা কেউ জানে না।

আইএসএফের দাবী, তৃণমূল প্রশাসনের পরোক্ষ হুমকিতে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা আইএসএফ ও সিপিএমের উপর পাল্টা আঙুল তুলেছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এলাকায় তিন কোম্পানি আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Back to top button
%d bloggers like this: