যাদবপুরের ছায়া এবার বিশ্বভারতীতেও! তিন ছাত্রের বিরুদ্ধে মানসিক হেনস্থা করার অভিযোগ, নিগ্রহের অভিযোগ পেয়ে ছুটলেন উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্র মৃত্যু নিয়ে গোটা রাজ্য উত্তাল। ক্যাম্পাস ও হোস্টেলে র্যাগিং তত্ত্ব নিয়ে নানান বিতর্ক চলছে। এরই মধ্যে এবার ছাত্র হেনস্থার অভিযোগ এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকেও। সেখানে তিন ছাত্রের বিরুদ্ধে উঠল হেনস্থা করার অভিযোগ। এই খবর পাওয়ার পরই গতকাল, সোমবার হোস্টেলে যান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
কী অভিযোগ করেছে ছাত্ররা?
হোস্টেলের ওই তিন সিনিয়র ‘দাদা’ নানারকম মানসিক হেনস্থা করতেন বলে অভিযোগ বাকি ছাত্রদের। বিশ্বভারতীর নীচুবাংলো ছাত্রাবাসে ওই তিন ছাত্র থাকেন। তাদের বিরুদ্ধেই হস্টেলে থাকা ছাত্রদের একাংশ হেনস্থার অভিযোগ তোলে বলে জানা গিয়েছে। কয়েকজন অভিভাবকও এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন বলে জানা গিয়েছে।
এদিন রাতেই অভিযুক্তদের মধ্যে দুই ছাত্রকে সেন্ট্রাল অফিসে নিয়ে যাওয়া হয়। হোস্টেল থেকে গাড়িতে সেখানে নিয়ে যাওয়া হয় তাদের। তৃতীয়জন এই মুহূর্তে বিশ্বভারতীতে নেই বলেই সূত্রের খবর। হোস্টেল থেকে ওই ছাত্রদের জিনিসপত্রও বিশ্বভারতীর মূল যে দফতর সেই সেন্ট্রাল অফিসে নিয়ে যাওয়া হয়।
ঘটনার জেরে তৎপর কর্তৃপক্ষ
এই ঘটনার অভিযোগ আসার পর থেকেই বেশ তৎপর হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। নানান হোস্টেল ঘুরে দেখার ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোনও পড়ুয়ার উপর মানসিক বা শারীরিক হেনস্থা হচ্ছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার রাতের এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ উত্তেজনা তৈরি হয়েছে।
এক স্টুডেন্ট ওয়ার্ডেনকে সোমবার রাতেই ডেকে পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফে। তিনি বলেন, “ফ্রেঞ্চ ডিপার্টমেন্টের এক ছাত্র ইমেলে অভিযোগ করেছে। ইউজিসিকে ইমেল করে। তারই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনজনের বিরুদ্ধে অভিযোগ। মানসিক হেনস্থার অভিযোগ করা হয়েছে। বাকি এখনও জানি না”।
প্রসঙ্গত, ইতিমধ্যেই যাদবপুরের ঘটনা নিয়ে পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে রয়েছে। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এমন আবহে এবার বিশ্বভারতী থেকেও এল ছাত্র হেনস্থার অভিযোগ।