রাজ্য

হাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর, দক্ষিণবঙ্গও এবার ভাসবে প্রবল বৃষ্টিতে, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

গত সপ্তাহে গোটা রাজ্যের বৃষ্টি কমেছিল। দক্ষিণবঙ্গে প্রায় বৃষ্টি হয়নি বললেই চলে। উত্তরবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। তবে এবার চলতি সপ্তাহে ফের বদলাবে আবহাওয়া, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কিছু জেলায় আগেই কমলা সতর্কতা জারি করা হয়েছিল। এবার দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজস্থানের বিকানির-জয়পুর থেকে বিহারের গয়া হয়ে উত্তরবঙ্গের মালদহ জেলার উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই উত্তরবঙ্গে ২৬ আগস্ট অর্থাৎ শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে। প্রবল বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসে তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ, মঙ্গলবার থেকেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকায় অতিভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল, বুধবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। অন্যদিকে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

আজ, মঙ্গলবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। গতকাল, সোমবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামীকাল, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে খবর। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামীকাল থেকে কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন হবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

Back to top button
%d bloggers like this: