রাজ্য

‘আমি তো কখনও দাবী করিনি যে আমি নোবেল পেয়েছি’, বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের প্রেক্ষিতে বললেন অমর্ত্য সেন

বিগত বেশ কয়েকদিন ধরেই বিশ্বভারতীর উপাচার্য ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মধ্যে চলছে বাকবিতণ্ডা। অমর্ত্য সেনের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জমি বিতর্কে কথা বলতে গিয়ে কিছুদিন আগেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, “অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন, উনি নোবেল প্রাইজ পাননি। উনি নিজে দাবী করেন নোবেল প্রাইজ পেয়েছেন বলে”।

তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই আবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে অমর্ত্য সেন নোবেল পুরস্কারের সমতুল্য কোনও একটা পুরস্কার পেয়েছিলেন। নোবেলজয়ীর নোবেল জয় নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় কোনও মন্তব্য করেন নি নোবেলজয়ী অর্থনীতিবিদ নিজে।

তবে এবার বিশ্বভারতীর উপাচার্যের এহেন মন্তব্যের কড়া জবাব দিলেন অমর্ত্য সেন। তিনি এদিন বলেন, “আমি কখনও দাবী করিনি নোবেল পেয়েছি”। বলে রাখি, কিছুদিন আগে উপাচার্যের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অমর্ত্য সেন হেসে বলেছিলেন, “এই নিয়ে আমার কিছু বলার নেই”।

এবার এই নিয়ে মুখ খুললেন তিনি। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে তিনি জানান, “উপাচার্য তো অনেক কথাই বলে থাকেন। আমাদের উপাচার্য যেরকম কথা বলে থাকেন, তাতে আমি নোবেল পেয়েছি বলে দাবী করি… এমন মিথ্যা বার বার বলতে থাকেন। এমন হলে বলতে হবে তিঁনি নিজের প্রতি খুব সুবিচার করছেন না”।

প্রসঙ্গত, অর্থনীতিবিদের নোবেলজয় নিয়ে মন্তব্যের পর এর ব্যাখ্যা দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বলেন, “অর্থনীতিতে যাঁরা নোবেল পান, তাঁরা আদতে নোবেল মেমোরিয়াল পুরস্কার পান”। উপাচার্যের মন্তব্য নিয়ে রাজ্যে বেশ বিতর্ক চলছিল। এবার সেই বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থান জানালেন অমর্ত্য সেন।

Back to top button
%d