রাজ্য

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, মেয়েই জানিয়েছিলেন তাঁকে, স্বীকার করলেন অর্পিতার মা মিনতি দেবী

গতকাল সন্ধ্যের পর থেকেই বারবার যে নামটি উঠে আসছে, তা হল অর্পিতা মুখোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে গতকাল ১৪টি জায়গায় তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও। এদিন এই তল্লাশি চালাতে গিয়ে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। আর এই খবর সামনে আসতেই অর্পিতার পুরনো বাড়ি বেলঘড়িয়ার দেওয়ানপাড়ার বাড়িতে ভিড় জমিয়েছে এলাকাবাসী।

এদিন অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় জানান যে তিনি বেলঘড়িয়ার বাড়িতে এখন একাই থাকেন৷ তাঁর মেয়ে অর্পিতা মাঝেমধ্যে আসেন তাকে দেখে চলে যান৷ মিনতি দেবী স্বীকার করেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি জানান যে তাদের এই ঘনিষ্ঠ সম্পর্কের কথা মেয়ে নিজেই তাঁকে জানিয়েছিলেন৷

কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ কীভাবে? যদিও এই প্রশ্নের কোনও সদুত্ত মেলেনি। ইডি সূত্রেও এই বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে রাজনৈতিক সূত্রের খবর, নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর সূত্র ধরেই আলাপ পার্থ ও অর্পিতার। নাকতলা উদয়ন সংঘের পুজোকে পার্থ চট্টোপাধ্যায়ের পুজোই বলা যেতে পারে। গত বছর এই পুজোর মডেল হয়েছিলেন অর্পিতা। একাধিক ছবিতে পার্থ ও অর্পিতাকে একসঙ্গে দেখা গিয়েছে। পার্থ ও অর্পিতার ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জনও রয়েছে বলে খবর।

আজ, শনিবার সকালে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। এর পাশাপাশি গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও।

Back to top button
%d bloggers like this: