এলাকার অনুন্নয়নকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের: অস্বস্তিতে শাসক শিবির

আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য ভোট। জেলায় জেলা প্রচারে ব্যস্ত শাসক দল ও বিরোধী শিবির। কিন্তু এই সব জনসভা করে আদৌ কি খেয়াল রাখছে রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের কথা? নির্বাচনের আগে অনেক এলাকার অনুন্নয়ন সামনে আসছে। ঠিক যেমন উত্তর ২৪ পরগণার বারাসত পুর এলাকার এক অংশের বাসিন্দারা। ভোটের আগেই তাদের ক্ষোভ এলাকায় উন্নয়ন হয়নি।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারাসতের বিধায়ক বলছেন কাজ সব হয়ে গিয়েছে। বাসিন্দারাদের অভিযোগ, এলাকার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের অবস্থা খারাপ। প্রত্যেকবার প্রতিশ্রুতি দিয়েও কাজ হয়নি কোনও। এই কারণে এদিন প্ল্যাকার্ড হাতে এলাকার মহিলা, শিশু, বৃদ্ধ সকলে মিলে বিক্ষোভ করেন। তাদের দাবি তারা পুর পরিষেবা পাচ্ছেন না।
এই বিষয়ে বারাসাত পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, “গত ১০ বছরে ক্ষমতায় থাকার ফলে ওই এলাকার রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ করা হয়েছে।” রাজ্যজুড়ে এখন জোরদার লড়াই চলছে তৃণমূল বনাম বিজেপির। বারাসাতের বাসিন্দাদের এই ক্ষোভ কিছুটা হলেও শাসক শিবিরকে ঝামেলায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।