বিনোদন

বিচ্ছেদের পরও অঙ্কিতার বাড়ির দেওয়ালে সুশান্তের ছবি, কেন? নিজেই জানালেন অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতি ভুলতে চাননি অঙ্কিতা। তাই ২০১৬ সালে তাঁর সঙ্গে সুশান্তের বিচ্ছেদের পরও তাঁর ছবি নিজের বাড়ির দেওয়ালে টাঙিয়ে রেখেছিলেন তিনি। তাঁর কথায়, তিনি পরিস্থিতি থেকে পালাতে চাননি।

সুশান্তের ছবি অঙ্কিতার বাড়ির দেওয়ালে ততদিন টাঙ্গানো ছিল, যতদিন তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। এমনকি, তাঁর জীবনে যতদিন না অন্য কেউ এসেছে। পরে ভিকি জৈনের সঙ্গে অঙ্কিতার সম্পর্ক তৈরি হয়। তবে ভিকির সঙ্গে তাঁর পরিচয় অনেকদিনের। সুশান্ত-অঙ্কিতার বন্ধুমহলেরই অংশ ভিকি।

আরও পড়ুন- ভোট প্রচারে ব্যস্ত রাজ, মিস করছেন রাজের ছোঁয়া, ছবি পোস্ট করে জানালেন শুভশ্রী

অঙ্কিতার কথায়, তাঁর কাছের বন্ধুরা তাঁকে অনেকবার পরামর্শ দেন যে তিনি যেন সুশান্তের ছবিগুলো সরিয়ে ফেলেন, কিন্তু তিনি বলেন, “আমাকে সময় দাও। আমি ওঁর সঙ্গে সাত বছর সম্পর্কে ছিলাম। আমি ওই ছবিগুলোর সঙ্গে জীবন কাটিয়েছি”।

তবে অঙ্কিতার মতে এই ছবিগুলো রেখে দেওয়ার পিছনে আসল কারণ হল, নিজেকে শক্ত করা। তিনি যাতে পরবর্তীকালে সুশান্তের মুখোমুখি হতে পারেন। তিনি বলেন, “আমি পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার  মানুষ নই। আমি প্রত্যেকদিন সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করেছি। সুশান্ত কখনও আমার সামনে এলে আমি শক্ত হয়ে ওঁর মুখোমুখি হতে পার, এটাই আমার চিন্তাভাবনা ছিল”।

আরও পড়ুন- সামনেই দোল, আনন্দে উচ্ছ্বসিত হয়ে হিন্দি গানের তালে উদ্দাম তৃণার

শেষ পর্যন্ত অঙ্কিতাও সুশান্তের ছবি দেওয়াল থেকে নামিয়ে দেওয়ার ধারণায় সম্মত হন। তাঁর কথায়, ‘আমি প্রতিদিন সম্মুখীন হচ্ছিলাম। একদিন এমন আসল আমর মনে হয়, আমি পরিস্থির থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন আমি ছবিগুলো সরিয়ে দিতে পারি। এবং আমি সরিয়ে দিয়েছিলাম। একটা জায়গা খালি হবে, তবেই না দ্বিতীয় ছবি আসবে। আমার সঙ্গে ভিকির পরিচয় হয় এবং ওই আমার জীবনসঙ্গী হয়ে ওঠে। আমি ওর সঙ্গে খুব খুব খুব সুখে আছি’। উল্লেখ্য, ১৪ই জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়।

Back to top button
%d bloggers like this: