রাজ্য

ভর সন্ধ্যায় চলল এলোপাথাড়ি গুলি, গুলিবর্ষণে ঝাঁঝরা বিজেপি নেতা তথা কয়লা ব্যবসায়ী, তুমুল চাঞ্চল্য শক্তিগড়ে

জাতীয় সড়কের উপর প্রকাশ্য রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় মৃত্যু বিজেপি নেতা তথা ব্যবসায়ী রাজু ঝাঁ। আরও একজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ১৯ জাতীয় সড়কের উপর। চারচাকা গাড়ি করে এসে সেখানে দাঁড়ানো এক গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। কারা বা কেন এই গুলি চলল, তা এখনও জানা যায়নি।

গতকাল, শনিবার সন্ধ‌্যার কিছু পরে শক্তিগড়ের ল্যাংচা হাব বেশ গমগম করছিল। সেখানেই একটি বিখ‌্যাত দোকানের সামনে আচমকা একটা গাড়ি থেকে কয়েকজন নেমে সেখানে দাঁড়িয়ে থাকা সাদা ফরচুনার গাড়ির সামনে আসে। কার্যত ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে পর ছয় থেকে সাতটা গুলি ছোঁড়া হয়। চালকের পাশের সিটে থাকা রাজু লুটিয়ে পড়ে।

এরপরই সেখানে উপস্থিত হয় শক্তিগড় থানার পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তি ও তাঁর সঙ্গীদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি উইং অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজুর সঙ্গীদের উপর কোনও হামলা হয়নি। তাই এর থেকে স্পষ্ট যে আততায়ীদের লক্ষ‌্য শুধু রাজুই। কম করে সাতটি গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে রাজুকে। এদিন ওই সময় রাজু শক্তিগড়ে থাকবেন, তা অন্য কারোর জানার কথা নয়। তাই সন্দেহ করা হচ্ছে যে এই খুন পূর্ব পরিকল্পিত ও পরিচিতদের মধ্যেই কেউ করেছে।

জানা গিয়েছে, একটি সাদা চারচাকা (ফরচুনা) গাড়ি নিয়ে শক্তিগড় ল্যাংচা হাবের কাছে দাঁড়িয়ে ছিলেন রাজুরা। গাড়িতে মোট চারজন ছিলেন। ঠিক সেই সময় বর্ধমান থেকে কলকাতার দিকে যাওয়া একটি নীল রঙের গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়। ওই গাড়িটি এখনও ধরা যায়নি। তা দ্রুতগতিতে কলকাতার দিকে চলে যায়। গাড়িটি ধরার চেষ্টা চলছে। পুলিশ সুপার জানিয়েছেন যে এই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীদের দাবী, সাদা গাড়ির আরোহীদের লক্ষ্য করে নীল রঙের গাড়ির ভিতর থেকে চার থেকে পাঁচটি গুলি ছোড়া হয়। ল্যাংচা হাবের এক দোকানদার জানান, “বাজি ফাটার মতো শব্দ হয়। সেটা দেখে দোকানের বাইরে এসে দেখি, সাদা গাড়ির কাচ ভেঙেচুরে গিয়েছে। ভিতরে দুজন গুলিবিদ্ধ”।

ঘটনার পরই সেখানে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহরায়, ডিএসপি রাকেশকুমার চৌধুরী। ঘটনাস্থল থেকে রাজুর গাড়ি ও সঙ্গীদের অনাময় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে কাচের টুকরো পড়ে থাকতে দেখা গিয়েছে। ভর সন্ধ্যায় এমন গুলি বর্ষণের ঘটনা ঘটায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়েছে। 

Back to top button
%d bloggers like this: