রাজ্য

‘রাজ্যজুড়ে বোমা-বন্দুকের খেলা চলছে, বাংলাকে আফগানিস্তান করতে চাইছে তৃণমূল’, ব্যারাকপুর শুটআউট কাণ্ডে শাসকদলকে তুলোধোনা দিলীপের

ব্যারাকপুর শুটআউট কাণ্ডের পর ১৮ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু দুষ্কৃতীরা এখনও ধরা পড়ে নি। এলাকার বাসিন্দারা প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনা নিয়ে এবার রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

আজ, বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখান থেকেই ব্যারাকপুর শুটআউট নিয়ে কথা বলেন তিনি। তাঁর কথায়, “রাজ্যজুড়ে বোমা-বন্দুকের খেলা চলছে। বোমা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। অন্যকে মারছে। পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটানো হচ্ছে। যাতে সবাই ভয়ে সিঁটিয়ে থাকে আর ওরা রাজত্ব করতে পারে। রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে৷ তৃণমূল ইচ্ছাকৃতভাবে বাংলাকে আফগানিস্তান তৈরি করতে চাইছে”।

তবে বিজেপি নেতার এহেন মন্তব্যকে ভালো চোখে দেখছে না তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেনের পাল্টা জবাব, “বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা যেকোনও ঘটনাকে ইস্যু তৈরি করছে। কথায় কথায় রাজ্য সরকারকে নিশানা করছে। রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর। শুটআউটের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে”।

এই শুটআউটের ঘটনার প্রতিবাদে স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘটের পথে বেছে নিয়েছেন। আগামী শনিবার ২৪ ঘণ্টা বারাকপুর-পলতার স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। বারাকপুর কমিশনারেট পর্যন্ত মিছিল করে যাবেন তারা, এমনটাই জানা যাচ্ছে। ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তার দাবী জানাবেন।

Back to top button
%d bloggers like this: