রাজ্য

‘গালে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলে দেব’, সুকান্তর সামনেই মুখ্যমন্ত্রীকে ‘অপমানজনক’ মন্তব্য বিজেপি নেতার

নানান ধরণের দুর্নীতিতে এখন রাজ্য সরকার বিদ্ধ। এর জেরে নানান রাজনৈতিক দলগুলি এখন একে অপরকে শানাতে, তোপ দাগতে, হুমকি দিতে ব্যস্ত। দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে শুরু করে সৌগত রায় (Saugata Roy), মদন মিত্র (Madan Mitra) সকলেই নানান ধরণের বিতর্কমূলক মন্তব্য করেই চলেছে মাঝমধ্যেই। এরই মধ্যে এবার তমলুক সংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দোপাধ্যায় (Tapan Banerjee) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে এক ‘অপমানজনক’ মন্তব্য করে বসলেন।

সাম্প্রতিককালে নানান দুর্নীতির জেরে রাজ্য সরকারের কোণঠাসা হওয়ার জোগাড়। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। এই নিয়ে বাম-বিজেপি তৃণমূলকে কটাক্ষ করার কোনও সুযোগ ছাড়ে নি। আগামী ১৩ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সকলেই এই অভিযানে ঝান্দার সঙ্গে ডাণ্ডা রাখারও নিদান দিয়েছেন।

এসবের মাঝেই গতকাল, রবিবার তপন বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, “আগামী ১৩ তারিখ আমাদের নবান্ন অভিযান রয়েছে। আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নবান্নে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গালে থাপ্পড় মেরে গঙ্গায় ফেলে দেব। আমরা সকলেই সেদিন উপস্থিত থাকবো। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার সবাই থাকবেন”।

তপন বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছিলেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর সামনেই মুখ্যমন্ত্রীকে কীভাবে এমন মন্তব্য করলেন তপন বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

তবে রাজনীতিতে একে অপরকে কটাক্ষ করে মন্তব্য করা নতুন কোনও বিষয় নয়। এর আগে সৌগত রায় বলেছিলেন যে তৃণমূলের সমালোচকদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করবেন। এর পাল্টা জবাব দিয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষও। সম্প্রতি আবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, নবান্নের ১৪ তলায় বসে চোরেদের রানি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নবান্ন অভিযানের মাধ্যমে তাঁকে টেনে নামাতে চলেছি

বিজেপি নেতাদের এমন সব মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল নেতা তাপস রায় এই বিষয়ে বলেন, “গণতান্ত্রিক দেশে এ সকল মন্তব্য করা যায় না। এরা অসভ্য এবং বর্বর”।

Back to top button
%d bloggers like this: