রাজ্য

রয়েছে জেড প্লাস নিরাপত্তা, তা সত্ত্বেও শুভেন্দুর কনভয় কেন বারবার দুর্ঘটনার মুখে? সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা বিজেপির

মাত্র দেড় মাসের ব্যবধানেই তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়। বারবার এমন ঘটনা কেন ঘটছে, এবার এই বিষয়ে সিবিআই (CBI) তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করা হল বিজেপির (BJP) তরফে।  

শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জেড প্লাস নিরাপত্তা পান। কিন্তু তা সত্ত্বেও মাত্র দেড় মাসের ব্যবধানে তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে শুভেন্দুর কনভয়। এর মধ্যে দুটি দুর্ঘটনা ঘটেছে মারিশদায়।

প্রথম দুর্ঘটনা ঘটে গত ১লা জুলাই। এদিন বাড়ি থেকে বেরিয়ে কাঁথি থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল শুভেন্দুর কনভয়। সেই সময় মারিশদার কাছে একটি পেট্রোল পাম্পের কাছে ঘটে দুর্ঘটনা। দিঘা-কল্যাণী রুটের একটি বাস ঢুকছিল পেট্রোল পাম্পে। সেই বাসটি শুভেন্দুর কনভয়ে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গাড়িটি চেপে দেয়। ফলে তা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে। এর জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।

চলতি মাসের ২২ তারিখে ফের মারিশদায় ঘটে আরও একটি দুর্ঘটনা। মারিশদা থানা এলাকায় শুভেন্দুর কনভয়ে থাকা শেষ গাড়ি অর্থাৎ বুলেট প্রুফ গাড়িটিকে উল্টো দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বারবার এভাবে শুভেন্দুর কনভয় দুর্ঘটনার কবলে পড়ায় নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে।

কিছুদিন আগেই মারিশদা থানার ওসিকে বদলি করা হয়েছে। এমন বারবার শুভেন্দুর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় এর মধ্যে ষড়যন্ত্রের আঁচ দেখছে বিজেপি। এবার এই জল গড়াল আদালত পর্যন্তও। কেন বারবার শুভেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে, তা নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আজ, বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল।

Back to top button
%d bloggers like this: