হাইকোর্টে বড় হয় শুভেন্দুর, বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করতে পারবে না তৃণমূল, স্পষ্ট জানিয়ে দিল আদালত

‘গেট ওয়েল সুন’, এই প্ল্যাকার্ড নিয়ে গত সোমবার থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির সামনে জমায়েত করছিলেন তৃণমূল কর্মীরা (TMC workers)। সেই বিষয়েই শুভেন্দুর করা মামলায় এবার আজ, বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিল যে বিরোধী দলনেতার বাড়ির সামনে কোনও জমায়েত করা যাবে না। আজ বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জমায়েত যাতে না হয়, সে বিষয়ে পুলিশকে নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে।
এদিন বিচারপতি নির্দেশ দেন, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও কাঁথি থানাকে সুনিশ্চিত করতে হবে যাতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে কোনও জমায়েত না হয়। তৃণমূলের দাবী ছিল, শুভেন্দুর সুস্থতা কামনা করে দলের কর্মীরা ওই জমায়েত করেন। সেই প্রসঙ্গে বিচারপতির মন্তব্য, “ভালোবাসা থাকতে পারে। তবে বেশি ভালোবাসায় মধুমেহ হতে পারে”।
এদিন আদালতে শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার জানান যে ‘গেট ওয়েল সুন’ অনুষ্ঠানের নামে গত ১৪ই নভেম্বর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত করা হচ্ছে। সেই জমায়েতের ভিডিও-ও রয়েছে। আইনজীবী আরও দাবী করেন যে ওই জমায়েত থেকে ক্রমাগত অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে।
একথা শুনে বিচারপতি শুভেন্দুর উদ্দেশে বলেন যে হতে পারে তারা আপনাকে ভালোবাসে। আর রাজ্যের উদ্দেশে বিচারপতি বলেন, “এত ভালোবাসা একটু সামলাতে বলুন। বেশি ভালোবাসায় মধুমেহ হতে পারে”। এই বিষয়ে রাজ্য জানিয়েছে যে তারা আদালতে হলফনামা দেবে।
বলে রাখি, সম্প্রতি শুভেন্দু অধিকারী দাবী করেছিলেন যে শহরের পাঁচতারা হোটেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন পালন করা হয়েছে। তা অস্বীকার করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুকে মানসিকভাবে অসুস্থ বলে কটাক্ষ করেন ও তাঁর দ্রুত আরোগ্যের জন্য তৃণমূলের তরফে বার্তা পাঠানো হবে বলেও জানান।
এরপরই দেখা যায় গত সোমবার শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূল কর্মীরা ‘গেট ওয়েল সুন’ প্ল্যাকার্ড হাতে পৌঁছে যান। তা নিয়ে বেশ উত্তপ্ত হয় পরিস্থিতি। সেই জমায়েত সামলাতে হিমশিম খায় পুলিশও। এরপরই গতকাল, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।