রাজ্য

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট, শিশু সুরক্ষা কমিশনকেও দিতে হবে কপি

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধ’র্ষ’ণ করে খু’নের অভিযোগ তোলা হয়েছে। এই মামলায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী মঙ্গলবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। প্রশাসন এখনও পর্যন্ত এই ঘটনায় কী কী পদক্ষেপ নিয়েছে, তা আদালতকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি সংরক্ষণ করে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা ছাত্রীকে ধ’র্ষ’ণ করে খু’নের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিবিআই তদন্ত ও নাবালিকার পরিবারের নিরাপত্তার দাবী জানিয়ে মামলা করা হয় হাইকোর্টে। সেই মামলার শুনানিতে রাজ্য আদালতে জানিয়েছে যে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে নাবালিকার। ধ’র্ষ’ণের কোনও প্রমাণ মেলেনি।

জানা গিয়েছে, যে কিশোর নিখোঁজ ছিল, সে থানায় এসে আত্মসমর্পণ করেছে। পুলিশ গ্রেফতার করেছে তাকে। এদিকে আবার নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেকথা স্বীকার করে নিয়েছে রাজ্যও। অভিযুক্ত চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মৃত নাবালিকার পরিবারের দাবী, তাদের মেয়ের দেহ যাতে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। পরিবারের তরফে জানানো হয়েছে যে তাদের রোজ হুমকি দেওয়া হচ্ছে। তাই নিরাপত্তার দাবী করেছেন তারা।

শুধু তাই নয়, দেহ কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছে রাজ্য। বিচারপতিকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে বিষ পাওয়া গিয়েছে মৃত কিশোরীর দেহে। কোনও ধ’র্ষ’ণের চিহ্ন নেই বলেও দাবি করা হয়েছে। বিচারপতি রাজশেখর মান্থা নাবালিকার দেহ ময়নাতদন্তের ভিডিওগ্রাফি সংরক্ষণের নির্দেশ দেন। রাজ্যের রিপোর্ট তলব করেন।

বিচারপতি মান্থা বলেন, “প্রয়োজনে কোর্ট পরে সে সব দেখবে”। দ্বিতীয় ময়না তদন্তের আবেদন বিবেচনা এখনই করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তবে জাতীয় কমিশন শিশু অধিকার রক্ষা কমিশনকে সব রিপোর্টের কপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২ মে।

Back to top button
%d bloggers like this: