ভোট পরবর্তী হিংসায় বিজেপি মহিলা কর্মীকে ধ’র্ষ’ণের অভিযোগ, তৃণমূলের তাবড় ৩ নেতাকে গ্রেফতার করল সিবিআই

এবার ভোট পরবর্তী হিংসা মামলায় (post poll violence case) তৎপর হল সিবিআই (CBI)। এই মামলায় গত শনিবার তৃণমূলের তিন তাবড় নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত এই তিন নেতারা হলেন তীর্থনাথ মাহারা (Tirthanath Mahara), বাদল শর্মা (Badal Sharma) ও পঞ্চানন খাঁ (Panchanan Khan)। জানা গিয়েছে, বোলপুরের উত্তর নারায়ণপুর থেকে এই তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা।
একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যজুড়ে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। রাজ্যের নানান প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই সময় উত্তর নারায়ণপুরের এক মহিলা বিজেপি কর্মীকে ধ’র্ষ’ণের অভিযোগ ওঠে তৃণমূলের এই তিন নেতার বিরুদ্ধে। সিবিআই এই মামলার তদন্ত শুরু করার পর দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
অবশেষে সমস্ত তথ্যপ্রমাণ পেয়ে গত শনিবার এই তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই। এই ভোট পরবর্তী হিংসায় একাধিক বিজেপি কর্মীকে খুন ও ধ’র্ষ’ণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই আতঙ্কে বহু বিজেপি কর্মী ঘরছাড়া হন। এখনও একাধিক বিজেপি কর্মী নিজের ভিটেমাটি ছাড়া।
বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানানো হয়েছিল যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই মামলায় আদালতের নির্দেশ পাওয়ার পর এই মামলায় সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এরপরও সিবিআইয়ের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
দিলী ঘোষের তরফে একাধিকবার সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রায় এক বছরেরও বেশি সময় পর এই ধ’র্ষ’ণ মামলায় গ্রেফতার করা হল তিন নেতাকে। গতকাল, রবিবার ধৃতদের আদালতে তোলা হয়। তাদের একদিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। আগামীকাল, মঙ্গলবার ফের এই তিন নেতাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।