৫৭০ ভরি সোনা দিয়ে সাজিয়ে তুলতেন মা কালীকে, এত বিপুল গয়নার উৎস কী? কোথা থেকে আসত এত টাকা? তদন্ত সিবিআইয়ের

আজ, শুক্রবারই মঙ্গলকোটের বিস্ফোরণের ঘটনায় বেকসুর খালাস পেয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তবে গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) তিনি এখনও জেল হেফাজতেই রয়েছেন। এবার সিবিআই স্ক্যানারে অনুব্রত মণ্ডলের কালী প্রতিমার বিপুল পরিমাণ গয়না (gold jewellery)। প্রতি বছর কালীপুজোতে কোটি কোটি টাকার গয়নাতে মা কালীকে সাজিয়ে তুলতেন কেষ্ট। কিন্তু সেই গয়নার উৎস কী? কোথা থেকে আসত এত টাকা? সেই নিয়ে এবার খোঁজখবর শুরু সিবিআইয়ের।
সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৫৭০ ভরি সোনার গয়না পরানো হত কালী প্রতিমাকে। সব মিলিয়ে সেই সোনার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এখানেই প্রশ্ন উঠে যে এত সোনা আসত কোথা থেকে?
অনেকেরই প্রশ্ন, তবে কী সম্পত্তির পাশাপাশি অবৈধ টাকায় প্রতিমার গয়নাও কেন হত? সিবিআই এনিয়ে খোঁজখবর শুরু করেছে। দুজন স্বর্ণ ব্যবসায়ী ও কয়েকজন ব্যাঙ্ক কর্মীকেও এনিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। ওই দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে কিছু রসিদ চেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা।
অনুব্রত মণ্ডল মা তারার ভক্ত। জেলের মধ্যেও তারা মায়ের আরাধনা করেছেন তিনি। বীরভূমে তৃণমূল কার্যালয়ে প্রতি বছর ধূমধাম করে দেবী কালীর আরাধনা হয়। সেই প্রতিমাকে যে গয়না পরানো হয়, তা দেখে সকলেরই চোখ কপালে ওঠার মতোই অবস্থা হয়।
জানা গিয়েছে, অনুব্রত নিজের হাতে দেবী প্রতিমাকে গয়না পরাতেন। বিধানসভা নির্বাচনে যাতে তৃণমূল জিতে যায়, তার জন্য মাঝেমধ্যেই ডাকতেন মা কালীকে। ভোটে একের পর এক জয় হাসিল হতেই প্রতিমাকে দেওয়া গয়নাও বাড়িয়ে দেন অনুব্রত। কিন্তু সেই গয়না কোথা থেকে আসত, এখন সেটাই বড় প্রশ্ন!