রাজ্য

এবার তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়ি সিবিআই, তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত

নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (TMC MLA Tapas Saha) বাড়িতে ১৫ ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই (CBI)। এবার তাঁরই ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রী ইতি সরকারের (Iti Sarkar) বাড়ি হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ইতি সরকার স্থানীয় পঞ্চায়েতের সদস্যা। এলাকায় তিনি তাপস সাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত।

গতকাল, শুক্রবার বিকেলে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়ি তল্লাশি চালাতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। আজ, শনিবার সকাল পর্যন্ত চলে তল্লাশি। ১৫ ঘণ্টা তল্লাশির পর সিবিআই যায় নদিয়ার বয়ারবান্ধায়। সেখানে তাপস সাহা ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতা প্রবীর কয়ালের বাড়িতে। সেখান থেকেই সিবিআই চলে যায় আসতুল্লানগরে ইতি সরকারের বাড়ি।

স্থানীয় সূত্রে খবর, এই ইতি সরকার স্থানীয় পঞ্চায়েত সদস্যা তো বটেই। এর পাশাপাশি তিনি এলাকার একটি স্কুলেও চাকরি করেন। ওই সরকারি স্কুলে পোশাক সরবরাহ করা ও পোশাক তৈরির কাজে নিযুক্ত তিনি।

স্থানীয়রা জানাচ্ছেন, পারিবারিক অনুষ্ঠান হলে ইতির বাড়িতে আসতেন বিধায়ক তাপস সাহা। প্রবীর কয়ালের বাড়িতে প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই। এখন দেখার ইতির বাড়িতে তল্লাশিতে কখন ইতি টানে এজেন্সি।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিজেদের হাতে পেতেই তৎপর কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। গতকাল তারা হানা দেয় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে। দীর্ঘক্ষণ তাঁর বাড়ির ভিতরেই থাকেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের অফিসাররা। বাড়িতে গিয়েই প্রথমেই বিধায়কের ফোন সিজ করে নেন তদন্তকারী অফিসাররা। এরপর তাপসকে সঙ্গে নিয়েই তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই-এর তদন্তকারী দল।

Back to top button
%d bloggers like this: