রাজ্য

চিটফান্ড মামলায় অতি সক্রিয় সিবিআই, বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে হানা সিবিআইয়ের, শুরু তল্লাশি-জিজ্ঞাসাবাদ

বর্ধমানের সানমার্গ চিটফান্ড মামলায় সিবিআই গ্রেফতার করেছে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে। তাঁর নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা। স্মগে মিলেছে আগ্নেয়াস্ত্রও। কিন্তু এই বিপুল টাকার উৎস কী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর সিবিআই।

এখন সিবিআইয়ের নজরে রাজু সাহানির ঘনিষ্ঠরা। এই কারণেই এবার অতিসক্রিয় হল সিবিআই। আজ, রবিবার সকালে রাজু সাহানি ঘনিষ্ঠ তথা বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের বাড়িতে হানা দিল সিবিআই।

আজ, রবিবার সকাল থেকেই বেশ তৎপর সিবিআই। রাজু সাহানির বাড়িতে এত টাকা, বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবকিছুর পেছনে আর কে কে যুক্ত রয়েছেন, এসবেরই সন্ধান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, সুবোধ অধিকারী ছাড়াও তাঁর ভাই তথা কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও এদিন হানা দেয় সিবিআই। কমলও রাজু সাহানির ঘনিষ্ঠ বলে পরিচিত বলে জানা গিয়েছে।

এদিন সকালে বীজপুর বিধায়কের হালিশহর স্টেশন রোদ মঙ্গলদীপ ভবনে যায় সিবিআই আধিকারিকরা। তাঁর বাড়িতে তো তল্লাশি চালানো হয়েছেই, তাঁকেও নানান জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা।

বলে রাখি, এর আগেও বর্ধমান সানমার্গ চিটফান্ড কেলেঙ্কারিতে আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই। ২০২১ সালে ডিসেম্বর মাসে বর্ধমান পুরসভার তৎকালীন পুরপ্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তবে তিনি এখন জামিনে মুক্ত রয়েছেন।

Back to top button
%d bloggers like this: